নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবে ৭ শিশুসহ ১২ জন লোক নিহত ও ২০ জন লোক নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৩ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নরসিংদীর রায়পুরা উপজেলার আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবে ৭ শিশুসহ ১২ জন লোক নিহত এবং ২০ জন লোক নিখোঁজের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা নিখোঁজ আছেন তাদের উদ্ধারের যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”