Thursday, 21st January, 2021
Choose Language:

সর্বশেষ
সংবাদ
সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজন ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের আহ্বান
৯ জুলাই ২০১৬, শনিবার,
গত ৫ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত সড়ক দুর্ঘটনায় রংপুর, নারায়ণগঞ্জ, নাটোর, মানিকগঞ্জ, সাতক্ষীরা, শরীয়তপুর, মোমেনশাহী, বরিশাল, দিনাজপুরে ১৯ জন মানুষ নিহত ও ৫৫ জন মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ০৯ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “গত ৪ দিনে দেশের বিভিন্ন স্থানে ১৯ জন লোক নিহত ও ৫৫ জন লোক আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
 
সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সব সড়ক দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করবেন।
 
সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”