Monday, 18th January, 2021
Choose Language:

সর্বশেষ
সংবাদ
দেশের শান্তি ও নিরাপত্তা কামনায় দেশবাসীর প্রতি আল্লাহর দরবারে দোয়ার আহ্বান
২ জুলাই ২০১৬, শনিবার,
দেশের শান্তি ও নিরাপত্তা কামনায় দেশবাসীর প্রতি আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ২ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ আয়তনের দিক থেকে ক্ষুদ্র হলেও প্রায় সাড়ে ১৬ কোটি মানুষ এ দেশে বসবাস করেন। যুগযুগ ধরে শান্তি-সম্প্রীতি ও সহনশীলতার দেশ হিসেবে বাংলাদেশের ঐতিহ্য বিশ্বের দরবারে স্বীকৃত। কিন্তু অতীব দুঃখের বিষয় সাম্প্রতিক বছরগুলোতে দেশে যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ বিরাজমান তা সাড়ে ১৬ কোটি মানুষেরই একান্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।   
 
দেশে গুম, খুন, গুপ্ত হত্যা এবং নানাবিধ অপরাধ প্রায় প্রতিটি নাগরিকের শান্তি ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। গত ১ জুলাই গুলশানের সুরক্ষিত এলাকায় যে বেদনাদায়ক ঘটনা ঘটে গেল, তা একেবারেই অকল্পনীয়। এ ঘটনা গোটা দেশবাসীকে স্তম্ভিত ও আতঙ্কিত করে তুলেছে। এ অবস্থা চলতে দেয়া যায় না। তার জন্য প্রয়োজন মহান আল্লাহ তায়ালার একান্ত সাহায্য ও সুদৃঢ় জাতীয় ঐক্য। 
 
এ পরিস্থিতিতে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো- তারা যেন মহান আল্লাহপাকের দরবারে বিগলিত চিত্তে দোয়া করেন যাতে আল্লাহ পাক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তাদের এ প্রিয় দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা বিধান করেন এবং স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজত করেন। মহান আল্লাহ পাক যেন দেশ ও জাতির বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ করে দেন। 
 
১ জুলাই রাতের ঘটনায় যে সকল জিম্মি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন এবং আপনজন ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা এ পরিস্থিতির হাত থেকে আমাদের প্রিয় দেশ ও জাতিকে হেফাজত করুন।”