Thursday, 21st January, 2021
Choose Language:

সর্বশেষ
সংবাদ
তুরস্কের আতাতুর্ক বিমান বন্দরে আত্মঘাতি বোমা হামলার নিন্দা এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ
২৯ জুন ২০১৬, বুধবার,
গত ২৮ জুন তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক বিমান বন্দরে আত্মঘাতি বোমা হামলায় ৩৬ জন লোক নিহত ও শতাধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়ে এবং গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৯ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক বিমান বন্দরে কাপুরুষোচিত আত্মঘাতি বোমা হামলায় ৩৬ ব্যক্তি নিহত ও শতাধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনার আমি নিন্দা জানাচ্ছি এবং গভীর শোক প্রকাশ করছি। 
 
এ বোমা হামলায় জানমালের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্বারা শুধু জানমালের ক্ষতিই হয় না বরং নতুন নতুন সমস্যাকে উস্কে দেয়। সন্ত্রাসী যারাই হোক তাদেরকে ছাড় দেয়া উচিত নয় এবং তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধান করা প্রয়োজন।  
 
আমি আশা করি তুরস্ক সরকার ও জনগণ শীঘ্রই এ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বোমা হামলায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সাথে নিহতদের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি এবং তুরস্ক সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”