Monday, 24th February, 2020
Choose Language:

সর্বশেষ
সংবাদ
ডঃ আর. এ. গণির ইন্তেকালে গভীর শোক প্রকাশ
১৫ জানুয়ারি ২০১৬, শুক্রবার,
প্রবীন রাজনীতিবিদ, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ আর. এ. গণির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৫ জানুয়ারী  এক শোকবাণী প্রদান করেছেন। 
 
শোকবাণীতে তিনি বলেন, মরহুম আর.এ. গণি একজন ত্যাগী, সৎ, নির্ভীক, গণতন্ত্রমনা দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। তার ইন্তেকালে জাতি একজন প্রবীন নেতাকে হারালো। তিনি তার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।