১৬ অক্টোবর ২০২০, শুক্রবার, ১:৩১

মিরপুরে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ : আহত ১৫

রাজধানীর মিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্যানেলপ্রত্যাশীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে অবস্থান কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন প্রায় ১৫ জন। তাদের মধ্যে ৮ জনকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আন্দোলনকারীরা জানান, গত ১৩ অক্টোবর থেকে প্যানেলপ্রত্যাশীদের একাংশ মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। গত বুধবার মধ্যরাতে পুলিশ প্যানেলপ্রত্যাশীদের উঠিয়ে দিলে পাশের একটি মসজিদে অবস্থান নেন তারা। পরে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অধিদফতরের সামনে আবার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় পুলিশ এসে তাদের উঠিয়ে দেয়ার চেষ্টা করে। এ নিয়ে দু’পক্ষে বাগি¦তণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সাথে শিক্ষকদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ছোড়ে। এতে আন্দোলনকারীদের কর্মসূচি পণ্ড হয়। পুলিশের লাঠিচার্জে এ সময় অন্তত ১৫ জন আহত হন।

২০১৮ সালের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেলপ্রত্যাশী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের বলেন, মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সকাল ১০টার পর পুলিশের জলকামান ও লাঠিচার্জে ১৫ জনের মতো আহত হয়েছেন। সোহরাওয়ার্দী হাসপাতালে ৮ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছেন।

২০১৮ সালের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেলপ্রত্যাশীরা জানান, ২০১৮ সালের নিয়মিত শিক্ষক বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করেন ১৮ লাখ ৮৬ হাজার ৯২৭ জন। ২০১৯ সালে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট উত্তীর্ণ হন ৫৫ হাজার ২৯৫ জন। শূন্যপদ বাকি রেখেই নিয়োগ দেয়া হয় ১৮ হাজার ১৪৭ জনকে। উত্তীর্ণ ৩৭ হাজার ১৪৮ জন প্যানেলভুক্তির অপেক্ষায় থাকলেও তাদের বিষয়ে কোনো বিবেচনা করা হয়নি।

অন্য দিকে, ২০১৪ সালে স্থগিত করা ২০১৮ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ ১৯ হাজার ৭৮৮ জন প্যানেলে নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে রাজধানীসহ জেলায় জেলায় আন্দোলন কর্মসূচি পালন করেন। সংসদ সদস্যদের ডিও নিয়ে মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের আবেদন জানান তারা।

এই আন্দোলন কর্মসূচি শেষ হওয়ার পর কাঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে ২০১৮ সালের নিয়মিত উত্তীর্ণ প্রার্থীরা গত রোববার (১১ অক্টোবর) থেকে জাতীয় প্রেস ক্লাব এবং গত ১৩ অক্টোবর থেকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। অবস্থান কর্মসূচির পঞ্চম দিনে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্যানেলপ্রত্যাশীরা।

https://www.dailynayadiganta.com/last-page/535665