২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১১:০৭

করোনায় দেশে আরও ৩৭ মৃত্যু

দেশে করোনা ভাইরাস শনাক্তের ২০০তম দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার জানানো হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবারের চেয়ে গতকাল বুধবার ৯ জন বেশি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবারের ২৮ জন মৃত্যুবরণ করেন। গতকাল পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৪৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ দাড়ালো। বুধবার পর্যন্ত মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪২ শতাংশ। আগের দিনের চেয়ে গতকালের মৃত্যুর হার দশমিক ০১ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘন্টায় ১৪ হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৬৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে গতকাল বুধবার ১০৯ জন বেশি শনাক্ত হয়েছেন। এর আগের দিন ১৪ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৫৫৭ জন। এরপরের ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ১০ দশমিক ৯৯ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল বুধবারের শনাক্তের হার দশমিক ৭৮ শতাংশ বেশি।

দেশে গতকাল পর্যন্ত মোট ১৮ লাখ ৬২ হাজার ৬৩৭ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯১ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৯ দশমিক ০৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৩ জন; যা আগের দিনের চেয়ে ৯০ জন বেশি সুস্থ হয়েছেন। মঙ্গলবার সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৬৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৪ দশমিক ০৫ শতাংশ। আগের দিনের চেয়ে বুধবার সুস্থতার হার দশমিক ৫৯ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৭৭ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ২৪৪ জনের; যা আগের দিনের চেয়ে ২৬৭টি নমুনা কম। শেষ ২৪ ঘন্টায় দেশের ১০২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৫০ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ১৬৪ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১৪টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৭ জনের মধ্যে ১০ বছরের কম বয়সী একজন, বিশোর্ধ্ব দুজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন এবং ষাটোর্ধ্ব ২০ জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, বরিশাল একজন ও রংপুরে দু’জন রয়েছেন।

https://dailysangram.com/post/428403