২৪ আগস্ট ২০২০, সোমবার, ১১:১৬

মৃত্যু চার হাজারের দোরগোড়ায়

দেশে করোনাভাইরাসে প্রাণহানি ৪ হাজার ছুঁই ছুঁই। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৯৪১ জনে। সংক্রমণের দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এখন বিশ্বের ১৫তম উচ্চ সংক্রমণের দেশ। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯৭৩ জন রোগী। এ পর্যন্ত মোট শনাক্ত হলেন ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৭৯ হাজার ৯১ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৯১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৯৫৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮০১টি। এখন পর্যন্ত ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ২৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৭৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৪ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৩ হাজার ১০৬ জন এবং নারী ৮৩৫ জন।

একদিনে মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের উপরে ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাসায় ৩ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৫৭৩ জনকে।

বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ৬১৯ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫৭৪ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪৬ হাজার ১২০ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬৬ হাজার ৭৩৯ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ৬২৪ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ২ হাজার ২০৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ২৮ হাজার ৩৪৬ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৪ লাখ ৮১ হাজার ২৪ জনকে। এখন কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৬৭৮ জন। ২৪ ঘণ্টায় করোনা সংক্রান্ত ফোন কল এসেছে ৫১ হাজার ৫৫৫টি এবং এ পর্যন্ত এক কোটি ৯৩ লাখ ১৯ হাজার ৯১০টি।

http://mzamin.com/article.php?mzamin=240095&cat=2