২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১২:৪২

প্রতিদিনই শক্তি বাড়ছে করোনার

যুক্তরাষ্ট্রে প্রতিদিন ১ লাখ আক্রান্তের শঙ্কা; ব্রাজিলে একদিনের ব্যবধানে মৃত্যু দ্বিগুণ; ভ্রমণ নিষেধাজ্ঞা এক মাস বাড়াল কানাডা; অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতির অবনতি

প্রাথমিক পর্যায়ে কোভিড-১৯ এর যে আকার বা চরিত্র ছিল, তার পরিবর্তন ঘটছে। প্রতিনিয়ত আরো শক্তিশালী হচ্ছে এ ভাইরাস। দ্রুত মানবশরীরে প্রবেশের ক্ষমতা ধারণ করার ফলে সংক্রমণও বাড়ছে। চীনে যখন প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে, তখন যে পরিমাণে মানুষ আক্রান্ত হচ্ছিলেন, এখন অনেক দ্রুত ছড়াচ্ছে এ ভাইরাস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গবেষকরা জানিয়েছেন এমন ভয়ানক তথ্য।

গবেষকরা বলেছেন, এ ভাইরাস নিজের সারফেস প্রোটিন বদলাচ্ছে। এ কারণে বদলে যাচ্ছে করোনা চরিত্র। যে মানবকোষে আগে করোনা জায়গা করতে পারত না, এখন সারফেস প্রোটিন বদলানোর ফলে সেখানেও হামলা চালাতে পারছে। রোগীর মধ্যে করোনার কোনো লক্ষণ না পাওয়া গেলেও হঠাৎই শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে তার। চিকিৎসার শুরুর আগেই মৃত্যু হচ্ছে রোগীর। কোনো সুপার স্প্রেডার ব্যক্তি অন্তত ২০০ জনকে করোনা আক্রান্ত করলে তার এভাবে মৃত্যু হতে পারে।

এ ধরনের অ্যাসিম্পোট্যোম্যাটিক রোগীদের প্রাথমিকভাবে সুস্থ বলেই মনে করা হয়। কিন্তু ধীরে ধীরে শরীরের ভেতরে বিভিন্ন অংশের ক্ষতিসাধন করে চলে। হঠাৎই এদের রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এর ফলে চিকিৎসার বিন্দুমাত্র সুযোগও এ ধরনের রোগীরা দেন না। ফলে তারা মারা যান। গবেষকরা করোনার এ চরিত্র বদলকে বলছেন ডি৬১৪জি। আপাতত গবেষকরা এ নতুন ডি৬১৪জির চরিত্র রহস্য উদঘাটনে ব্যস্ত সময় পার করছেন। খবর দ্য গার্ডিয়ান, এএফপি, আলজাজিরা, রয়টার্স, বিবিসি, সিএনএন, ওয়ার্ল্ডোমিটারস, এনডিটিভি ও ওয়াশিংটন পোস্টের।

যুক্তরাষ্ট্রে প্রতিদিন ১ লাখ আক্রান্তের শঙ্কা : যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে করোনাভাইরাস মহামারী। শেষ পাঁচ দিনের চার দিনই দৈনিক ৪০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন সেখানে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দেশটির ৪৭ হাজারের বেশি মানুষ। ১,১৯৯ জন মানুষের মৃত্যু হয়েছে; যা চব্বিশ ঘণ্টার হিসাবে ২০ দিনের মধ্যে সর্বোচ্চ। সেখানকার অবস্থা এতটাই ভয়াবহ, আক্রান্তের সংখ্যা দৈনিক এক লাখ করে বাড়লেও তাতে অবাক হবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ডা: অ্যান্থনি ফাউসি। গত মঙ্গলবার সিনেট কমিটির এক শুনানিতে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নেই জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ফাউসি বলেন, আমি নির্ভুল ধারণা করতে পারব না, তবে এটি খুবই ভয়াবহ হবে, তার গ্যারান্টি দিতে পারি।

ভারতে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড : ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন দ্বিতীয় দফায় লকডাউন শিথিল করতে যাচ্ছে দেশটি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ৫০৭ জন। এতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০০ জনে। একই দিনে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৫৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৫ হাজার ৪৯৩ জন। দেশটিতে মোট করোনা আক্রান্ত ও প্রাণহানির প্রায় ৬০ শতাংশই মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ুÑ এ তিন রাজ্য থেকে।

ভ্রমণ নিষেধাজ্ঞা এক মাস বাড়াল কানাডা : বিদেশী নাগরিকদের কানাডা ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে। গণস্বাস্থ্য রক্ষার স্বার্থে কানাডা সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। গত ১৬ মার্চ জারি করা বিদেশী নাগরিকদের কানাডা আরোপিত নিষেধাজ্ঞা ২৯ জুন সোমবার মধ্যরাত পর্যন্ত কার্যকর ছিল। যুক্তরাষ্ট্রের নাগরিক, কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের পরিবারের নিকটতম সদস্যরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। তবে ওয়ার্ক পারমিটে থাকা এবং বিদেশী শিক্ষার্থীদের পরিবারের নিকটতম সদস্যরা এ ছাড়ের আওতায় পড়বেন না।

জুলাইয়ের শেষ পর্যন্ত জরুরি অবস্থা থাইল্যান্ডে : থাইল্যান্ডে লকডাউন শিথিল করে রেস্তোরাঁ ও বার আবার খোলা হয়েছে এবং সীমিত সংখ্যক বিদেশীকে সে দেশে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। তবে দেশটিতে আবারো জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। জুলাই মাসের শেষ পর্যন্ত এ অবস্থা জারি থাকবে বলে জানিয়েছেন থাই সরকারের মুখপাত্র নারুমন পিনোসিনওয়াত। করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্রাজিলে একদিনের ব্যবধানে মৃত্যু দ্বিগুণ : লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো এক হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। আগের দিনে মৃত্যু হয়েছিল ৭২৭ জনের। অর্থাৎ একদিনের ব্যবধানেই দেশটিতে মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। অপর দিকে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৪ হাজার মানুষ। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ হাজার ৫৯৪ জন। এর মধ্যে রিও ডে জেনিরো রাজ্যেই মারা গেছেন ১০ হাজারের বেশি মানুষ। দেশটিতে মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩৩ হাজার ৮৪৬ জন। ফলে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ২ হাজার ৪১ জন।

স্লোভেনিয়ার মন্ত্রী-পুলিশপ্রধানের পদত্যাগ : ভেন্টিলেটর ও মেডিক্যাল সরঞ্জাম কেনায় অনিয়মের অভিযোগ ওঠায় ইউরোপের দেশ স্লোভেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালেস হোস ও পুলিশের প্রধান জেনারেল অ্যান্টন ট্রাভনার পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার দেশটির পুলিশ আগাম ঘোষণা ছাড়াই তাদের বাসভবনে অভিযান পরিচালনা করায় পদত্যাগ করেন তারা। অ্যালেস হোস বলেন, ভেন্টিলেটর ও মেডিক্যাল সরঞ্জাম ক্রয় কাজে অনিয়মের সাথে জড়িত সন্দেহে তার, পুলিশ পরিচালকের এবং আরো বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পূর্ব ঘোষণা ছাড়া পুলিশি অভিযানের প্রতিবাদে তিনি প্রধানমন্ত্রী জ্যানেজ জানসার কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা শুরু করছে অক্সফোর্ড : ম্যালেরিয়ারোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন করোনা প্রতিরোধ করতে পারে কি না তা জানতে বৈশ্বিক ট্রায়াল আবারো শুরু হতে যাচ্ছে। ব্রিটিশ ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থার (এমএইচআরএ) অনুমোদনের পর ওষুধটির পরীক্ষা আবার শুরু হচ্ছে। ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে ওষুধটি প্রয়োগে কোনো উপকার পাওয়া যায়নি বলে গবেষণার ফল প্রকাশিত হওয়ার পর নতুন এ সিদ্ধান্ত নিয়েছে এমএইচআরএ। এবারের পরীক্ষায় ৪০ হাজার স্বাস্থ্যসেবাকর্মী ও অন্য ঝুঁকিপূর্ণদের মধ্যে ওষুধটি প্ল্যাসেবো-নিয়ন্ত্রিত উপায়ে প্রয়োগ করা হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে থাইল্যান্ডে অক্সফোর্ডের সহযোগী গবেষণা প্রতিষ্ঠান মাহিদল অক্সফোর্ড ট্রপিক্যাল মেডিসিন রিসার্চ ইউনিট (এমওআরইউ) এ পরীক্ষা চালাবে।

যুক্তরাষ্ট্রের ১৬ রাজ্যে ফের কঠোর বিধিনিষেধ : লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েও তা থেকে পিছিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্য। অঞ্চলগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে কর্তৃপক্ষকে। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে অ্যারিজোনা। অ্যারিজোনার প্রশাসন এর আগে বিধিনিষেধ শিথিল করে অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দেয়ার কথা জানালেও, সেখানে মাত্র এক দিনে তিন হাজার ৮৫৮ জনের করোনা শনাক্তের পর ‘ইউ-টার্ন’ নেয় কর্তৃপক্ষ। রাজ্যের গভর্নর নতুন আদেশে জানান, জুলাইয়ের ২৭ তারিখ পর্যন্ত সব বার, নাইটক্লাব, জিম, সিনেমা ও ওয়াটার পার্ক বন্ধ রাখা হবে। টেক্সাস, ফ্লোরিডা, কানসাস, ওরেগন ও নিউ জার্সিসহ বেশ কয়েকটি রাজ্য করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়।

কার্যকর ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তা : যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের প্রধান ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পাওয়ার ওপর নির্ভর করতে পারে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার তিনি আরো বলেন, এ দেশে সবার জন্য একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ। আমরা নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পেয়ে যাবো তার কোনো নিশ্চয়তা নেই। ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে মার্কিন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

অস্ট্রেলিয়াতে করোনা পরিস্থিতির অবনতি : অস্ট্রেলিয়াতে আবারো করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। বিগত এক সপ্তাহ ধরে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। দেশটির ৬টি অঙ্গরাজ্যের মধ্যে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে এ সংখ্যাটা বেশি। গত ৯ জুন অস্ট্রেলিয়াতে নতুন করোনারোগীর সংখ্যা নেমে এসেছিল শূন্যতে। সরকার লকডাউন শিথিল করার অগ্রিম ঘোষণা দিলে নতুন করে বাড়তে শুরু করে করোনারোগীর সংখ্যা। ২০২১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার সীমান্ত সাধারণ যাত্রীদের জন্য বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রে ক্লিনিক্যাল ট্রায়ালে ৪ টিকা : যুক্তরাষ্ট্রে করোনার নতুন চার টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে। আরো ছয়টি টিকা পরীক্ষার জন্য অপেক্ষমাণ রয়েছে। গত মঙ্গলবার এসব কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সংস্থাটি জানায়, গত মে মাস থেকেই যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য ও প্রতিরক্ষা দফতরের যৌথ উদ্যোগে করোনার টিকা আবিষ্কারের প্রকল্প হাতে নেয়া হয়। এ প্রকল্পের লক্ষ্য, আগামী জানুয়ারি নাগাদ করোনার একটি কার্যকর টিকা আবিষ্কার এবং ৩০ কোটি ডোজ টিকা উৎপাদন। আসছে শীত অথবা আগামী বছরের শুরুর দিকেই টিকা পাওয়া যাবে।

ফ্রন্টলাইন কর্মীদের বোনাস দেবে অ্যামাজন : করোনাভাইরাসের কারণে লকডাউনে গৃহবন্দী অসংখ্য মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা। সম্মুখভাগের সেই কর্মীদের এবার পুরস্কৃত করতে চলেছে বিশ্বের শীর্ষ ই-কমার্স সংস্থা অ্যামাজন। এককালীন বোনাস হিসেবে তাদের জন্য ৫০ কোটি মার্কিন ডলার খরচ করার কথা ঘোষণা করেছে সংস্থাটি। সংস্থার ফ্রন্টলাইন অপারেশন টিমগুলো গত কয়েক মাস ধরে অবিশ্বাস্য ভালো কাজ করায় এককালীন বোনাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী এককালীন ‘থ্যাংক ইউ বোনাস’-এর মাধ্যমে মোট ৫০ কোটি ডলার দেয়া হবে। জুন মাসজুড়ে অ্যামাজনের যে কর্মীরা কাজ করেছেন, তারা প্রত্যেকেই এই বোনাস পাবেন। ১৫০ ডলার থেকে ৩ হাজার ডলার পর্যন্ত বোনাস দেয়া হবে।

সব রেমডেসিভির কিনে নিলো যুক্তরাষ্ট্র : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় রেমডেসিভির কার্যকারিতা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। দেশটি এত বেশি পরিমাণে এ ওষুধটি কিনেছে আগামী তিন মাসের জন্য এর আর কোনো স্টক অবশিষ্ট নেই। ফলে এ সময়ের মধ্যে বিশ্বের অন্য দেশগুলোর আর এ ওষুধ কেনার সুযোগ থাকছে না। এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত ইউরোপীয় দেশগুলোর জন্যও না। যুক্তরাষ্ট্রের এমন একতরফা পদক্ষেপে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মালয়েশিয়ার মসজিদে নামাজের অনুমতি : টানা তিন মাস পর মালয়েশিয়ার মসজিদগুলোতে নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে। দেশটির সেলাঙ্গর রাজ্যের সুলতান শরাফউদ্দিন ইদ্রিস শাহ এ আদেশ দিয়েছেন। গতকাল বুধবার সেলাঙ্গর সুলতানের দাতুক মোহাম্মদ মুনির বানির একান্ত সচিব স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেছেন এ অনুমোদন আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে।

এয়ারবাসের ১৫ হাজার কর্মীকে ছাঁটাই : বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করছে ইউরোপীয় বিমান প্রস্তুতকারী সংস্থা এয়ারবাস। সারা বিশ্বে বহুজাতিক এ কোম্পানির এক লাখ ৩৪ হাজার কর্মী রয়েছেন। করোনাভাইরাস সঙ্কটে বিমান প্রস্তুতকারী বিশ্বের বৃহত্তম এ কোম্পানি আগামী বছরের মধ্যে ১৫ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ৩০ জুন তারা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা জানায়। এয়ারবাসের এ সিদ্ধান্তের ফলে জার্মানিতে ৫ হাজার ১০০, ফ্রান্সে ৫ হাজার, ব্রিটেনে ১৭০০, স্পেনে ৯০০ এবং অন্যান্য দেশে ১৪০০ কর্মী বেকার হয়ে পড়বেন।

রেমডেসিভির বিতরণ শুরু দক্ষিণ কোরিয়ার : করোনাভাইরাস থেকে সেরে ওঠার জন্য ব্যবহৃত ওষুধ রেমডিসিভির বিতরণ করা শুরু করেছে দক্ষিণ কোরিয়া। গিলিয়াড সায়েন্স দেশটিতে এ সাপ্লাই পাঠিয়েছে। আগস্টে আরো সাপ্লাই কেনার আলোচনা চলছে। শুধুমাত্র যাদের অবস্থা খারাপ এবং যাদের অক্সিজেন লাগতে পারে তাদেরই এই ওষুধ দেয়া হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ অধিদফতর। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৫০ জন এবং মৃত্যু হয়েছে ২৮২ জনের।

https://www.dailynayadiganta.com/first-page/512395/