২৮ জুন ২০২০, রবিবার, ১১:৩৮

বিশ্বে দৈনিক শনাক্তের নতুন রেকর্ড

করোনায় আক্রান্ত কোটি ছাড়াল

ক্ষতিগ্রস্তদের স্মরণে মাদ্রিদের আকাশে আলোকসজ্জা * গুরুতর সমস্যার মুখে যুক্তরাষ্ট্র -ফাউসি * ভারতে রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়াল * চীনের ৯ মাস আগে স্পেনে করোনার অস্তিত্ব

বিশ্বে করোনার থাবা পড়েছিল গত বছরের ডিসেম্বরে। গেল ৬ মাসে কোটি মানুষকে ছোবল মেরেছে এ ভাইরাস। কেড়ে নিয়েছে প্রায় ৫ লাখ প্রাণ। এখনও বুলেট গতিতেই সংক্রমণ ছড়াচ্ছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ। যা বিশ্বে দৈনিক শনাক্তের রেকর্ড। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, পেরু ও ভারতে হু হু করে বাড়ছে রোগী। খোদ মার্কিন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি বলেছেন, তাদের দেশ গুরুতর সমস্যার মধ্যে রয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। করোনার চিকিৎসায় ডেক্সামেথাসোন প্রয়োগের অনুমতি দিয়েছে দেশটি। সবচেয়ে কড়া লকডাউন দেয়া দেশগুলোর মধ্যে অন্যতম পেরু। তারপরও বর্তমানে আক্রান্তের হিসাবে বিশ্বের মধ্যে ষষ্ঠ অবস্থানে তারা। আর ব্রাজিলের অবস্থা আরও করুণ। দেশটিতে এখনও দৈনিক মৃত্যু হাজারের উপরে। খবর বিবিসি, গার্ডিয়ান ও এএফপিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের।

বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী- বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪১৮ জন। মারা গেছেন ৪ লাখ ৯৮ হাজার ৯৫২ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৭ হাজার ৭১১ জনের। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ১৪ হাজার ৬৪৬ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ১৯০, মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৯৩ জনের।

বিশ্ব তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৬৩ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৩৪১ জন। এ নিয়ে আক্রান্ত ২৫ লাখ ৭৭ হাজার ৮৯৩, মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৯৫২ জন। বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৯০৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫ জনের। এ নিয়ে দেশটিতে আক্রান্ত ১২ লাখ ৮৪ হাজার ২১৪, মৃত্যু হয়েছে ৫৬ হাজার ১৯৭ জনের। তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় রোগীর সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ৬৪৬, মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৬৯ জনের।

চতুর্থ স্থানে থাকা ভারতে প্রতিদিনই সংক্রমণের রেকর্ড হচ্ছে। শনিবার নতুন করে ১৮ হাজার ২৭৬ জন রোগী শনাক্ত হয়েছেন। যা দেশটিতে সর্বোচ্চ দৈনিক শনাক্ত। এ নিয়ে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৩৩১, মৃত্যু হয়েছে ১৬ হাজার ১০২ জনের।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে আক্রান্ত ৩ লাখ ১০ হাজার ২৫০, মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৫১৪ জনের। এরপর স্পেনে আক্রান্ত ২ লাখ ৯৫ হাজার ৫৪৯, মারা গেছেন ২৮ হাজার ৩৪১ জন। চিলি ও ইতালিকে ছাড়িয়ে সপ্তম স্থানে উঠে আসা পেরুতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে আক্রান্ত ২ লাখ ৭২ হাজার ৩৬৪ জন, মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৩৯ জনের।

মাদ্রিদের আকাশে আলোকসজ্জা : হঠাৎ করেই আলোকসজ্জায় ঝলমলে হয়ে উঠেছিল স্পেনের রাজধানী মাদ্রিদের রাতের আকাশ। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের স্মরণে ৪০টি ড্রোন তাদের আলো দিয়ে বিভিন্ন বার্তা দিয়েছে। ১০ মিনিটের প্রদর্শনীতে ড্রোনের আলো দিয়ে গড়া হয়েছে উড়ন্ত পায়রা, একটি বাড়ি এবং মায়ের সঙ্গে সন্তানের হাঁটার দৃশ্য। এছাড়া কোভিড-১৯ মহামারীর কারণে স্পেন, ইতালি, ফ্রান্স, চীন ও যুক্তরাষ্ট্রের মতো মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশের পতাকাও স্থান পেয়েছিল এ আলোকসজ্জায়।

গুরুতর সমস্যার মুখে যুক্তরাষ্ট্র- ফাউসি : যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্যে সংক্রমণের হার বাড়ছে। এমন পরিস্থিতিতে মার্কিন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি বলেন, তাদের দেশ গুরুতর সমস্যার মধ্যে রয়েছে। ২ মাসের মধ্যে হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রথম ব্রিফিংয়ে তিনি বলেন, এটা (করোনা) শেষ করার একমাত্র উপায় হল একসঙ্গে কাজ করা। ডা. ফাউসি বলেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নির্দিষ্ট কয়েকটি জায়গায় গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছি। দেশের একটি এলাকায় যা হচ্ছে, তার প্রভাব পড়ছে অন্যদের ওপর। রাজ্যের প্রত্যেকটি ক্ষেত্র সম্ভবত আগেভাগেই খুলে দেয়া হচ্ছে। সঠিক সময়ে খুললেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

যুক্তরাষ্ট্রে নতুন ব্যাকটেরিয়া সালমোনেলা : করোনাভাইরাস মহামারী সামাল দিতে বিশ্ব যখন হিমশিম খাচ্ছে তখন নতুন আরেক ব্যাকটেরিয়ার সংক্রমণ শুরুর খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। সালমোনেলা নামের এ ব্যাকটেরিয়া ছড়াচ্ছে মুরগি থেকে। ইতোমধ্যে এতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ জন।

চীনের ৯ মাস আগে স্পেনে করোনার অস্তিত্ব : স্পেনের ভাইরাসবিদরা বার্সেলোনায় পরিত্যক্ত পানিতে করোনাভাইরাসের সন্ধান পেয়েছে। যে পানি সংগ্রহ করা হয়েছিল ২০১৯ সালের মার্চে। অর্থাৎ চীনের উহানে করোনা ছড়ানোরও ৯ মাস আগে স্পেনে করোনাভাইরাসের অস্তিত্ব ছিল। বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের ভাইরাসবিদদের একটি দল এপ্রিলের মাঝামাঝি সময় থেকে নতুন কোনো ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে গবেষণা করতে বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত পানি সংগ্রহ করেছিল।

ডেক্সামেথাসোনের অনুমতি দিল ভারত : মাঝারি এবং গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় স্বল্প মাত্রার স্টেরয়েড ওষুধ ডেক্সামেথাসোন ব্যবহারের অনুমতি দিয়েছে ভারত। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সংশোধিত গাইডলাইনে আলোচিত এই স্টেরয়েড ব্যবহারের অনুমোদন দেয়। এর আগে, গত মাসে করোনা সংক্রমণের নতুন উপসর্গ হিসেবে স্বাদ ও গন্ধ হারানোকে চিকিৎসা গাইডলাইনে যুক্ত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

চীনে নতুন করে একদিনে সর্বোচ্চ সংক্রমণ : করোনাভাইরাসের পুনরুত্থানের পর চীনের মূল ভূখণ্ডে গত ৪ দিনের মধ্যে শুক্রবার সর্বোচ্চ সংক্রমণ হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা আগের দিনের তুলনায় ১১ জন বেশি এবং সোমবারের পর সর্বোচ্চ। এরমধ্যে বেইজিংয়ে নতুন করে ১৭ জন আক্রান্ত হয়েছেন। চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৪৮৩, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের।

https://www.jugantor.com/todays-paper/first-page/320280/