২৪ জুন ২০২০, বুধবার, ১:৪৬

ঊর্ধ্বমুখী বাজারেও খরা কাটেনি লেনদেনে

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার আগের দিনের চেয়ে ২০ কোটি ৭০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ দিন আগের দিনের চেয়ে ২১ কোটি ২৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। এ দিন লেনদেনের সাথে ডিএসইর মূল্যসূচক সিএসই কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেন বাড়লেও গত কয়েক দিনের মতো এ দিনও লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। তবে ডিএসইতে যে কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে কমেছে তার থেকে বেশি। তারপরও প্রধান সূচক কিছুটা বেড়েছে। লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৩২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে ৯১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মাত্র ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৪টির। আর ২৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে বাজারটিতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩ কোটি ৪৪ লাখ টাকার লেনদেনের মাধ্যমে এর পরের স্থানে রয়েছে মুন্নু জুট স্টাফলার্স। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑ লিন্ডে বিডি, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, আজিজ পাইপ, ওয়াটা কেমিক্যাল, এক্সিম ব্যাংক, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস এবং ফার্মা এইড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩০ কোটি ৪১ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১০৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের শেয়ারবাজারকে এখন আর নিরাপদ বিনিয়োগের খাত ভাবতে পারছেন না বিনিয়োগকারীরা। ফলে অনাস্থা আর অনিশ্চয়তায় বাজার উঠে দাঁড়াতে পারছে না। এ ছাড়া বাজারে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্তও বাজারকে নেতিবাচক ধারায় নিয়ে গেছে বলে তারা বলছেন।

https://www.dailynayadiganta.com/last-page/510597/