২৩ জুন ২০২০, মঙ্গলবার, ১:০১

৮৫ দিনে ঝরল ৯৩৩ প্রাণ

করোনা উপসর্গ নিয়ে ৩৫ জনের মৃত্যু

সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মুক্তিযোদ্ধা ও চিকিৎসকসহ ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৩০ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত ৮৫ দিনে ৯৩৩ জনের মৃত্যু হল।

তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা জানতে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রোববার বিকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী : রাজশাহীতে এক রাতে তিনজনের মৃত্যু হয়েছে। প্রত্যেকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এই তিনজনের মধ্যে আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক নবুয়াত আলীও রয়েছেন।

রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় তার বাড়ি। অন্য দু’জন হলেন- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়া ও বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা। রোববার রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে তারা তিনজন মারা যান।

গফরগাঁও, গৌরীপুর ও ভালুকা : সোমবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দু’জন মারা গেছেন। তাদের বাড়ি পৌর শহরের শিলাসী ও রাওনা ইউনিয়নের বড়াইল গ্রামে। গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের অষ্টগড় গ্রামে এক নারী ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার মারা গেছেন। এছাড়া ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নে সোমবার সকালে দুইজনের মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ : ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার রাতে ও বিকালে তাদের মৃত্যু হয়।

টেকেরহাট (মাদারীপুর) : মাদারীপুর শহরে দু’জন মারা গেছেন। এদের মধ্যে একজন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে ও অপরজন নিজ বাড়িতে সোমবার মারা গেছেন।

ঝালকাঠি ও নলছিটি : ঝালকাঠিতে সাবেক পৌর কাউন্সিলরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকার বাসিন্দা ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোফাজ্জেল হোসেন। এছাড়া নলছিটিতে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় পৌরসভার সূর্যপাশা এলাকার বাড়িতে তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া (পিরোজপুর) : মঠবাড়িয়ায় সোমবার একজন ফায়ারম্যানসহ দু’জনের মৃত্যু হয়েছে।

সেনবাগ (নোয়াখালী) : সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংক কর্মকর্র্তা আবদুল রবের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই জানাজা ও দাফন করা হয়েছে তার লাশ। রোববার নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

দাগনভূঞা (ফেনী) : দাগনভূঞার সিলোনিয়া বাজারের পল্লী চিকিৎসক সফিকুর রহমান মামুন (৪৫) সোমবার ভোরে তার চেম্বারে মারা গেছেন।

খাগড়াছড়ি : দীঘিনালায় এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ৩২ ইবি দীঘিনালা জোনের আওতাধীন ২৩ আনসার জামতলী ব্যাটালিয়নের নায়েক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চতুরাডঙ্গী গ্রামে।

বরিশাল : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার চাঁদকাঠি এলাকায়।

ফরিদপুর : ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর তালতলা এলাকায় একজন মারা গেছেন। রোববার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মুক্তিযোদ্ধা ও চিকিৎসকসহ ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৩০ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত ৮৫ দিনে ৯৩৩ জনের মৃত্যু হল। তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা জানতে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

https://www.jugantor.com/todays-paper/news/318678/