১৩ জুন ২০২০, শনিবার, ১০:১০

নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯০৮, মৃত্যু ৯৩

করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও মারা গেছেন। তিনি হলেন, আড়াইহাজার উপজেলার সিনিয়র নার্স মিরা রানী (৫৪)। এবং আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ৯০৮ জন। আর মৃত্যু সংখ্যা ৯৪ জন। শুক্রবার (১২ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের দেয়া তথ্যমতে, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৫৪ জন ও আক্রান্ত ১ হাজার ৪২০ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২০ জন ও আক্রান্ত ১ হাজার ৩৮ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১১৯ ও মারা গেছেন ৩ জন।

এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৩৩৫ ও মারা গেছেন ৩ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৩২৮ ও মারা গেছেন ১২ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ২ জন ও ৬৬৮ জন আক্রান্ত।

এই পর্যন্ত জেলায় মোট ১৮ হাজার ২০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৮৬ জনের। এ পর্যন্ত এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৫ হাজার ৪৫৭, সদর উপজেলায় ৩ হাজার ৮৬৪, বন্দরে ৮৩০, আড়াইহাজারে ১ হাজার ৭৮৬, সোনারগাঁয়ে ১ হাজার ৩৯৩, রূপগঞ্জে ৪ হাজার ৮৭৭ জনের।

জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ হাজার ৩২৮ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৬০০ জন, সদর উপজেলার ৩৬৫ জন, রূপগঞ্জের ১৯২ জন ও আড়াইহাজারের ১১৮ জন, বন্দরের ২১ ও সোনারগাঁয়ের ৩২ জন।

এদিকে মুখ থুবড়ে পড়েছেন লকডাউন। মানুষের অবাদ বিচরণ সর্বত্র। যদিও বিকাল ৪টা পর্যন্ত দোকান এবং ব্যবসা-প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু অনেক মানুষকে মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে জেলার সব জায়গায়।

https://mzamin.com/article.php?mzamin=230888