১৩ জুন ২০২০, শনিবার, ১০:০৪

করোনায় একদিনে শনাক্ত ১ লাখ ৩৮ হাজার

বিশ্বে সংক্রমণে নতুন রেকর্ড

শীর্ষ তিনে ব্রাজিল যুক্তরাষ্ট্র ও ভারত * সংক্রমণে ঋতু পরিবর্তনের প্রভাব পড়ছে না -ডব্লিউএইচও

বিশ্বে একদিনে করোনা সংক্রমণে নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি ৩০ হাজার রোগী শনাক্ত হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে ২৩ হাজার।

এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এশিয়ার অন্যতম জনবহুল দেশ ভারত। দেশটিতে এদিন রোগী পাওয়া যায় ১১ হাজারের বেশি। এছাড়া পাঁচ হাজারের বেশি রোগী পাওয়া গেছে রাশিয়া, পেরু, পাকিস্তান ও চিলিতে।

গরমে করোনা সংক্রমণ কমে যেতে পারে- এতদিন বিশেষজ্ঞরা এমন দাবি করে এলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ঋতু পরিবর্তনের ফলে করোনা সংক্রমণের ওপর কোনোরকম প্রভাব পড়ছে না। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ৭৪ হাজার ৭০২ জন।

মারা গেছেন ৪ লাখ ২৬ হাজার ১০৮ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৪ হাজার ৫৬ জনের। সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৮৬ হাজার ৭৪০ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৮৮৭ জন, মারা গেছেন ৪ হাজার ৯৫১ জন।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯০৪ জন। দেশটিতে মোট রোগীর সংখ্যা ২১ লাখ ২ হাজার ৯৬২ জন, মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৪৩৭ জনের।

বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৬১ জনের। দেশটিতে মোট আক্রান্ত ৮ লাখ ৯ হাজার ৩৯৮ জন, মারা গেছেন ৪১ হাজার ১৬২ জন। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া।

দেশটিতে মোট রোগীর সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৪২৩ জন, মৃত্যু হয়েছে ৬ হাজার ৭১৫ জনের। চতুর্থ স্থানে থাকা ভারতে মোট আক্রান্ত ৩ লাখ ৯ হাজার ৩৮৯ জন, মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৯০ জনের।

এরপর যুক্তরাজ্যে আক্রান্ত ২ লাখ ৯২ হাজার ৯৫০ জন, মৃত্যু হয়েছে ৪১ হাজার ৪৮১ জনের। স্পেনে আক্রান্ত ২ লাখ ৯০ হাজার ২৮৯ জন, মারা গেছেন ২৭ হাজার ১৩৬ জন। পাকিস্তানে মোট আক্রান্ত ১ লাখ ২৫ হাজার ৯৩৩ জন, মৃত্যু হয়েছে ২ হাজার ৪৬৩ জনের।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের অর্থনীতিকে বাঁচাতে সবকিছু খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, এই ভাইরাস আরও ছড়াবে। আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আরও অনেক মৃত্যু হবে।

যদি মানুষ নিজেকে নিয়ে সতর্ক থাকে তবে তারা ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচবেন।

সংক্রমণে ঋতু পরিবর্তনের প্রভাব পড়ছে না- ডব্লিউএইচও : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, আমাদের কাছে খুব অল্প প্রমাণ আছে যে, ঋতু পরিবর্তনের কারণে করোনার সংক্রমণ প্রভাবিত হচ্ছে।

আমরা এই আশার ওপর নির্ভর করতে পারি না যে, ঋতু পরিবর্তন কিংবা তাপমাত্রা বাড়লে করোনা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

তিনি আরও বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে, আমরা বলতে পারি ঋতু পরিবর্তনের ফলে ভাইরাসটি আরও আক্রমণাত্মকভাবে আরও দ্রুত ছড়াবে কিনা কিংবা এটি কমে যাওয়ার ব্যাপারেও বলতে পারি না।

বেইজিংয়ে ৫৫ দিনে প্রথম সংক্রমণ : চীনে নতুন করে আরও ৭ জনের করোনা পজিটিভ এসেছে। ৫৫ দিন পর রাজধানী বেইজিংয়ে প্রথমবার একজনের স্থানীয় সংক্রমণ হয়েছে।

জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, বাকি ৬ চীনা নাগরিক এসেছেন বিদেশ থেকে। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।

জুলাইয়ে ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষা চালাবে মডার্না : করোনাভাইরাসের বহুল প্রতীক্ষিত ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না।

বৃহস্পতিবার কোম্পানিটি জানিয়েছে, জুলাই মাসে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। চিকিৎসাবিজ্ঞানে ভ্যাকসিন উদ্ভাবনে এই ধাপকে চূড়ান্ত পর্ব হিসেবে মনে করা হয়।

মডার্না জানায়, শেষ ধাপের পরীক্ষার জন্য ভ্যাকসিনের ডোজের ১০০ মাইক্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষা সফল হলে এই ডোজের মাত্রা অনুসারে কোম্পানিটি প্রতি বছর ৫০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ করতে পারবে।

তবে ২০২১ সালের শুরু থেকে সুইডেনের ওষুধ নির্মাতা লঞ্জার সঙ্গে যৌথভাবে ১০০ কোটি ডোজ উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

https://www.jugantor.com/todays-paper/last-page/315265