১ জুন ২০২০, সোমবার, ৭:৫৫

সাতক্ষীরায় ৮১৭ বস্তা গম কালোবাজারে বিক্রি, গ্রেফতার ৩

ক্ষতিগ্রস্ত বাঁধ ও রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ ৮১৭ বস্তা গম শ্যামনগর থেকে পাচারের পর কালিগঞ্জের মেসার্স মনিমুক্তা রাইস মিল থেকে জব্দ করেছে পুলিশ। যার বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৮৮ হাজার টাকা।

বিলম্বে পাওয়া খবরে জানা গেছে, এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার পরিদর্শক নীল কমল পাল বৃহস্পতিবার ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এদের মধ্যে গ্রেফতার হয়েছেন মিল মালিক আবদুল গফফারের ছেলে মনিরুল ইসলাম মনি, ম্যানেজার মুজাহিদুল ইসলাম মুকুল এবং শ্যামনগর উপজেলার কৈখালি ইউপি মেম্বার পবিত্র মণ্ডল। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, বিকেলে ওই রাইসমিলের গোডাউনে অভিযান চালিয়ে গম জব্দ করা হয়।

https://www.jugantor.com/todays-paper/news/311243