১৭ মে ২০২০, রবিবার, ৯:৪০

শিমুলিয়া ও দৌলতদিয়ায় ঘরমুখো যাত্রীদের ঢল

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। তবে এ দুইঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপও ছিল চোখে পড়ার মতো। কিন্তু যাত্রীরা সামাজিক দূরত্ব মানছে না। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-

লৌহজং (মুন্সীগঞ্জ) : ঢাকাগামী যাত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘরমুখো যাত্রীরাও ছুটছে গ্রামের বাড়িতে। বেলা ১১টায় শিমুলিয়াঘাটে দক্ষিণবঙ্গগামী ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। এদিকে, যাত্রীদের সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে পদ্মা সেতুর টোল প্লাজায় চেকপোস্ট বসিয়েছে জেলা ও হাইওয়ে পুলিশ। ঘাটের ৩ কিলোমিটার অদূরে টোল প্লাজায় যানবাহনে চড়ে আসা যাত্রীদের নানা প্রশ্নের মুখোমুখি পড়তে হচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে ফেরি ও ট্রলারে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়ায় আসার পর অটোরিকশা, মিশুক, মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে ছুটছেন যাত্রীরা। পক্ষান্তরে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে হাজারো ঘরমুখো যাত্রী রাজধানী ছেড়ে ছুটে এসেছেন শিমুলিয়াঘাটে। বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, শিমুলিয়াঘাটে উভয়মুখেই যাত্রীদের চাপ রয়েছে। ঘাটে ছোট ছোট যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে সকাল থেকে নৌরুটে ১৩টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছে। তিনি জানান, নৌরুটে ৩টি রো-রো ফেরি, ৪টি ডাম্প ফেরি ও ৬টি কে-টাইপ ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছে।

রাজবাড়ী : দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায় শনিবার দুপুরে ঢাকা থেকে আসা প্রায় তিন শতাধিক যাত্রী ফেরিতে অবস্থান করছে। তাছাড়া জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা গাদাগাদি করে ফেরি থেকে নামছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আবদুল্লাহ রনি যুগান্তরকে বলেন, ঈদকে সামনে রেখে ঢাকা ফেরত যাত্রীদের কথা চিন্তা করে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে । বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বড় ৬টি ও ছোট ৫টি ফেরি চলাচল করছে। তবে যাত্রীর ওপর নির্ভর করে ফেরি বাড়ানো বা কমানো হয়ে থাকে বলে তিনি জানান।

https://www.jugantor.com/todays-paper/news/307901/