১৫ মে ২০২০, শুক্রবার, ১:০৫

দিনাজপুরে চাল আত্মসাৎ করলেন ২ যুবলীগ নেতা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির দুইজন ডিলারের বিরুদ্ধে চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগ উঠেছে। তারা হলেনÑ পলাশবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাহাদুর ও ইউনিয়ন যুবলীগের সদস্য রহিমুল ইসলাম। তারা দু’জনই পলাতক রয়েছেন।

গত মঙ্গলবার ডিলার মো: নাজমুল হোসেন বাহাদুরের বিরুদ্ধে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন কার্ডধারী মহিলা ইউপি সদস্য মোছা: পারুল বেগম। অভিযোগে তিনি উল্লেখ করেন, বৈরবাড়ী গ্রামের বীরেন অধিকারীর ছেলে ধীরেন্দ্রনাথ অধিকারী (কার্ড নম্বর-৪২৯), ধূখোল মহন্তর ছেলে ফাগুনা মহন্ত (কার্ড নম্বর-৪৩০), মৃত সচিন্দ্রের ছেলে রমেশ (কার্ড নম্বর-৪৩৪) ও মহিলা ইউপি সদস্য পারুল বেগমের (কার্ড নম্বর-৪৫৫) চাল না দিয়ে দীর্ঘ দিন থেকে আত্মসাৎ করে আসছেন ১ নম্বর ওয়ার্ডের ডিলার মো: নাজমুল হোসেন। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ামিন হোসেন তাৎক্ষণিকভাবে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রমিজ আলমকে ঘটনা পরিদর্শনে পাঠান। এ সময় তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগকারীদের অভিযোগ শোনেন। পরে ডিলার মো: নাজমুল হোসেন বাহাদুরকে ডাকা হলে তিনি পালিয়ে যান। একই অভিযোগ রয়েছে ২ নম্বর ওয়ার্ডের ডিলার মো: রহিমুল ইসলামের বিরুদ্ধেও। তার বিরুদ্ধে বিমল চন্দ্র সরকার, যতিশ চন্দ্র, জগদীশ সরকার ও লাল বানু নামে চারজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। তাদের অভিযোগ, তাদের নামে কার্ড আছে; কিন্তু তারা কোনো দিনই চাল পাননি। তাদের চালগুলো ডিলার র
হিমুল আত্মসাৎ করতেন। এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ামিন হোসেন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নাজমুল হোসেন বাহাদুর ও রহিমুল ইসলামের বিরুদ্ধে ১০-১২ জন উপকারভোগী অভিযোগ করেছেন। আমি নিজেই বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই ডিলারই পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

https://www.dailynayadiganta.com/last-page/502097/