১৩ মে ২০২০, বুধবার, ১২:২১

ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে আরো ৬ জনের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল মঙ্গলবার ভাটারা থানার একজন আনসার সদস্যসহ ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ছিলেন ওই আনসার সদস্য। আর অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যান।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই ছয়জনের মৃত্যু হয়। ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত এই হাসপাতালে নারী ও পুরুষ মিলে ৯৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন করোনাভাইরাস পজিটিভ ছিল।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ মঙ্গলবারে বিকেলে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার একজন আনসার সদস্যসহ ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ওই আনসার সদস্যের। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যান। ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে মঙ্গলবার বিকেল পর্যন্ত এই হাসপাতালে নারী ও পুরুষ মিলে ৯৫ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ১৮ জন করোনা আক্রান্ত। তিনি আরো বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত বেশির ভাগ রোগী ঢাকা ও তার আশপাশের। দিন দিন রোগীর সংখ্যা শুধু বাড়ছে। যারা করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন ওই সব লাশ তাদের নিকটতম আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://www.dailynayadiganta.com/first-page/501688/