১১ মে ২০২০, সোমবার, ৪:৩৪

ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে আরো ১০ জনের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের করোনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে গতকাল রোববার আরো ১০ জন মারা গেছেন। এর মধ্যে চারজন করোনাভাইরাস আক্রান্তে পজিটিভ রয়েছেন। অন্যরা উপসর্গ নিয়ে। করোনাভাইরাস হাসপাতাল ২ মে শুরুর পর থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার বিকেল ৫টায় এ বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইউনিট কোভিড ১৯ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো: রিয়াজ উদ্দিন। তিনি জানান, গত ২ মে থেকে নতুন কোভিড হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত এখানে ৬১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে। মৃতদের মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। অন্যরা সবাই করোনায় সাসপেক্ট (সন্দেহভাজন)।

তিনি আরো জানান, করোনা হাসপাতাল শুরু হওয়ার পর থেকে এখানে ১৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আনুমানিক ৭২ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। ভর্তিকৃত রোগীদের মধ্যে ১০ জনকে আইসিইউ রাখা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। রিয়াজ উদ্দিন আরো জানান, গত ২ মে ১ জন, ৩ মে ১২ জন, ৪ মে ১৩ জন, ৫ মে ৬ জন, ৬ মে ১০ জন, ৭ মে ৪ জন, ৮ মে ৩ জন, ৯ মে ২ জন, ১০ মে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃত ৬১ জনের মধ্যে ৪৭ জনের মৃতদেহ নিয়ম অনুযায়ী দাফনের জন্য তাদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৪ জনের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, করোনা হাসপাতাল শুরু থেকে রোববার বিকেল পর্যন্ত ৬১ জন মারা গেছেন। এর মধ্যে ১৪ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। অন্যরা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। লাশ তাদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

https://www.dailynayadiganta.com/first-page/501237