২৮ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৪:৩০

শিমুলিয়া ঘাট দিয়ে কর্মস্থলে ফেরা অব্যাহত

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট দিয়ে সোমবার সকাল থেকেই ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষজন। এর বেশির ভাগ যাত্রীই গার্মেন্ট ও কলকারখানার শ্রমিক। সোমবার সকালে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায় ফেরি, লঞ্চ, সিবোর্টসহ বিভিন্ন নৌযান বন্ধ থাকায় ফেরিতে করে পদ্মা পারি দিয়ে শিমুলিয়া ঘাটে আসছে দক্ষিণবঙ্গের মানুষ। গার্মেন্ট খুলে দেয়ায় তারা ফিরতে শুরু করছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ কলকারাখানাগুলোর প্রধান এলাকাগুলোতে। তারা বাড়ি থেকে বিভিন্ন যানবাহনে কাঁঠালবাড়ি ঘাটে এসে ফেরিতে করে পদ্মা পাড়ি দিয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আসছে। এদের মধ্যে গার্মেন্টের শ্রমিকদের সাথে সাধারণ মানুষদেরও আসতে দেখা গেছে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির নয়া দিগন্তকে জানান, ভোর ৭টায় ঘাট এলাকায় গিয়ে দেখা যায় ২০০ জনের উপরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মাওয়া ঘাটে নামে। দুপুর পর্যন্ত এই সংখ্যা দুই হাজারে পৌঁছবে বলে তিনি মনে করছেন। তিনি বলেন, সকালে এখানে এসে বাস না পেয়ে বিভিন্ন প্রকার যানবাহনে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এসব যানবহনের মধ্যে ইয়েলো ক্যাব, আটোরিকশা, মাইক্রো, নসিমন, করিমনসহ নানা প্রকার যানবহনে তারা ছুটছে কর্মস্থলের দিকে।

এতদিন ঘাটে তেমন কোনো যানবাহন না থাকলেও রোববার থেকে বেশ কিছু যানবাহন দেখা যাচ্ছে শিমুলিয়া ঘাটে। এ ছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের চেকপোস্টগুলো কিছুটা শিথিল করায় লোকজন বিভিন প্রকার যানবাহনে করে ফিরতে শুরু করেছে কর্মস্থলে। এর কয়েক দিন আগে দেখা গেছে এ পথে যানবাহন চলাচলে অনেক কড়াকড়ি ছিল। লোকজনকে দেখা গেছে যাত্রীবাহী পরিবহন না পেয়ে তারা অনেকেই ঢাকায় ফিরছেন হেঁটে। গতকাল সকাল থেকেই দেখা গেছে ফেরিতে করে যেমন লোকজন আসছে রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের উদ্দেশে, তেমনি শিমুলিয়া ঘাটেও দেখা গেছে বিভিন্ন প্রকার যানবাহনে করে তারা ফিরছে কর্মস্থলে।

https://www.dailynayadiganta.com/first-page/498522/