২৬ এপ্রিল ২০২০, রবিবার, ৪:৫৫

২৭ দিনে মারা গেলেন ২৫৪ জন

করোনা উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু

জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে দেশের বিভিন্ন স্থানে ২৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্র ও শনিবার মারা যান ১০ জন। তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ফরিদপুর : শ্বাসকষ্ট নিয়ে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুই নারী। শনিবার দুপুর পৌনে ১২টায় মারা যান ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামের এক তরুণী।

আর দুপুর ১২টায় মারা যান চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এক গৃহবধূ। হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, তীব্র শ্বাসকষ্টজনিত কারণে মারা যায় ওই দুই নারী।

সিলেট ও হবিগঞ্জ : করোনা উপসর্গ নিয়ে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শনিবার ভোর ৫টায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও সুশান্ত কুমার মহাপাত্র। তিনি জানান, মৃত্যুর আগেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে সিলেট বিভাগে নতুন করে আরও আটজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

ভোলা : ভোলায় জ্বর সর্দি শ্বাসকষ্ট নিয়ে জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ভর্তি হওয়া ৭০ বছরের বৃদ্ধ শনিবার ভোররাতে মারা গেছেন। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানান, তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে।

তার বাড়ি দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগরে। অপর দিকে ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ থেকে আসা লক্ষ্মীপুর থেকে ফেরিযোগে শুক্রবার রাতে ভোলায় প্রবেশকালে ৪৬ যাত্রীকে আটক করে ইলিশ ফেরিঘাট এলাকার একটি মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখেছে প্রশাসন।

মৌলভীবাজার ও শ্রীমঙ্গল : মৌলভীবাজারে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। তাকে জেলার শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের রামনগর মনিপুরীপারা থেকে শুক্রবার রাত ১০টায় হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। সিভিল সার্জন তাওহীদ আহমদ জানান, প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। অধিক সতর্কতার জন্য উপজেলা প্রশাসন নিহতের বাড়ি লকডাউন করেছে। এদিকে মৌলভীবাজারে নতুন করে আরও দু’জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একজন শ্রীমঙ্গলে ও অপরজনের বাড়ি রাজনগরে।

রামগতি (লক্ষ্মীপুর) : কমলনগরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাজিরহাট হাফিজিয়া মাদ্রাসা এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান। কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মীর মোহাম্মদ আমিনুল ইসলাম মঞ্জু বলেন, তার নমুনা সংগ্রহ ও বাড়ি লকডাউন করা হয়েছে।

সাতক্ষীরা : ঢাকার ধামরাই থেকে সর্দি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়ি ফেরার কয়েক দিনের মাথায় সাতক্ষীরার কালীগঞ্জের ধলবাড়িয়া গ্রামের এক তরুণ মারা গেছে। শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় শ্যামনগর হাসপাতালে। সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে আনার পর গভীর রাতে মারা যায় সে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল জানান, করোনা সন্দেহে তার বাড়িসহ ছয়টি বাড়ি ও সংলগ্ন কামারগাতি ছোট মিয়া সাহেবের মাজার শরিফ এলাকা লকডাউন করা হয়েছে।

নওগাঁ : নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে এক ছাত্রী মারা গেছে। শুক্রবার রাতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরী মারা যায়। তার বাড়ি শহরের ঘোষপাড়া মহল্লায়। নওগাঁ সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বলেন, বাড়ি থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

খুলনা : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। শিশুটি করোনার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিল। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগে করোনার উপসর্গ নিয়ে শনিবার ভোরে এক নারী মারা গেছে। পরে স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে লাশ শনিবার দুপুরে দাফন করা হয়।

https://www.jugantor.com/todays-paper/last-page/301651