২২ এপ্রিল ২০২০, বুধবার, ৫:৫৪

পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

পুলিশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত সারা দেশে ১৭৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সোমবার এ সংখ্যা ছিল ১০১ জন। শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) মঙ্গলবার পর্যন্ত ৮০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর এক দিন আগে রোরবার ডিএমপিতে আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ জন। এ পরিস্থিতে পুলিশ সদস্যদের সংক্রমণ রোধে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, এ পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে পুলিশ টিঅ্যান্ডআইএমের একজন, এসবির চারজন, ডিএমপির ৮০ জন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিনজন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ২৬ জন, এপিবিএন-২ এর (ময়মনসিংহ) একজন, নৌ পুলিশের একজন, অ্যান্টিটেরোরিজম ইউনিটের একজন, নারায়ণগঞ্জে ১১ জন, নরসিংদীতে ছয়জন, গাজীপুর জেলায় সাতজন, কিশোরগঞ্জে ৯ জন, গোপালগঞ্জে ১৭ জন, শেরপুরে তিনজন, ঢাকা জেলায় দুইজন, মুন্সীগঞ্জে একজন এবং ঝালকাঠিতে একজন রয়েছেন।

ডিএমপি সূত্র জানায়, মহানগর পুলিশের আটটি অপরাধ বিভাগ ছাড়াও পরিবহন, প্রটেকশন, উন্নয়ন, গোয়েন্দা, স্পেশাল অ্যাকশন গ্রুপসহ ২১টি বিভাগের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। ডিএমপিতে পুলিশ ছাড়াও পুলিশে কর্মরত তিনজন নন-পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি), তিনজন এসআই, একজন সার্জেন্ট, পাঁচজন এএসআই, তিনজন সাধারণ সদস্য ও বাকিরা কনস্টেবল। খোঁজ নিয়ে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সামাজিক দূরত্ব নিশ্চিত ও লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে। এ ছাড়া রাস্তায় জীবাণুনাশক ছিটানো, শ্রমজীবী মানুষকে সহায়তা করা, কোয়ারেন্টিন থেকে পালানো ব্যক্তিদের খুঁজে বের করার কাজ করছে। পর্যাপ্ত পরিমাণ সুরক্ষাসামগ্রী না থাকায় দায়িত্ব পালনের সময় ‘অসাবধানতাবশত’ সাধারণ মানুষের সংস্পর্শে এসে তাদের মধ্যে এই সংক্রমণ ঘটছে।

https://www.dailynayadiganta.com/first-page/497253