২১ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৬:২১

অর্থমন্ত্রীর সঙ্গে ফোনালাপ: এডিবির কাছে ১৫ হাজার কোটি টাকা চায় বাংলাদেশ

প্রতিশ্রুতি মিলেছে ৫ হাজার কোটি টাকা

করোনা মোকাবেলায় বাংলাদেশ এডিপির কাছে ১৪ হাজার ৮৭৫ কোটি টাকার অতিরিক্ত সহায়তা চেয়েছে। এর মধ্যে রয়েছে চলতি অর্থবছরে ৪ হাজার ২৫০ কোটি এবং আগামী বাজেটে ৮ হাজার ৫শ’ কোটি টাকা। এর বাইরে কোভিড-১৯ মোকাবেলায় ফ্রন্টলাইন কর্মীদের জন্য ৮৫০ কোটি টাকা, চাকরি হারানো দেশি ও প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি ও অতিক্ষুদ্র, ক্ষুদ, মাঝারি ও কুটির শিল্প খাতের জন্য ১২৫০ কোটি টাকার সহায়তা চাওয়া হয়।

সোমবার টেলিফোনে আলাপকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ অর্থ চেয়েছেন এডিবির প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়ার কাছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি বাংলাদেশকে স্বাস্থ্য খাতে বাজেট সহায়তা হিসেবে ৫ হাজার ১২৫ কোটি টাকা (৬০.২৯ কোটি ডলার) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক এ সংস্থাটি করোনা মোকাবেলায় স্বাস্থ্য ও অর্থনীতি খাতে দুই হাজার কোটি মার্কিন ডলার সহায়তার প্যাকেজ ঘোষণা দিয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশকে উল্লেখিত অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ সময় অছাড়কৃত ওসিআর লোনের কমিটমেন্ট চার্জ হ্রাসের অনুরোধ করেছেন অর্থমন্ত্রী। স্বাস্থ্য খাতে বাজেট সহায়তা হিসেবে ৫ হাজার ১২৫ কোটি টাকা (৬০.২৯ কোটি ডলার) সহায়তা নিয়ে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, পুরো বিশ্ব সম্প্রদায় একটি ক্রান্তিকাল পার করছে। নভেল করোনাভাইরাসের কারণে আজ মানব সম্প্রদায়ের জীবন ও অস্তিত্ব হুমকির সম্মুখীন। গোটা বিশ্ব আজ প্রকট অর্থনৈতিক মন্দার সম্মুখীন হতে যাচ্ছে। মন্দার ধাক্কা বাংলাদেশের অর্থনীতির জন্যও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবুও সম্ভাব্য অর্থনৈতিক নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি।

অর্থমন্ত্রী বলেন, এডিবির প্রেসিডেন্টের গতিশীল নেতৃত্বে উন্নয়নশীল দেশগুলো করোনার বিরূপ প্রভাব মোকাবেলা করতে সক্ষম হবে। আলাপকালে এডিবি প্রেসিডেন্ট বলেন, এই মহামারী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক, সামাজিক, এবং উন্নয়ন অগ্রযাত্রায় বড় ধরনের আঘাত হানতে পারে। ফলে এই অঞ্চলের দরিদ্রতা আরও বাড়তে পারে এবং অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। তিনি বলেন, এডিবি ঘোষিত সহযোগিতা প্যাকেজ উন্নয়নশীল দেশগুলোর জন্য এবং বেসরকারি খাতকে এই মহামারী মোকাবেলায় দ্রুত সরবরাহ করা হচ্ছে। এছাড়া তিনি বাংলাদেশে এডিবির চলমান ও পাইপলাইনের প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেন। সেগুলো দ্রুত সফলভাবে সমাপ্ত করার পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন। বর্তমানে বাংলাদেশে এডিবির প্রায় ৮৭০ কোটি মার্কিন ডলার সহায়তায় ৬৩টি প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি পাইপলাইনে রয়েছে প্রায় ৯৯৪ কোটি ডলার সহায়তার ৮১টি প্রকল্প।

https://www.jugantor.com/todays-paper/last-page/300083