২১ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৬:১১

ইসলামপুরে আবারো ৩৮৮ বস্তা সরকারি চাল জব্দ

জামালপুরের ইসলামপুরে আবারো আওয়ামী লীগ নেতাসহ দুই চাল ব্যবসায়ীর গুদাম থেকে ৩৮৮ বস্তা সরকারি চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে এ ঘটনা ঘটে। ওই গুদামের মালিক নন্দু ও মোশারফ হোসেন পলাতক রয়েছেন। গুদাম মালিক মোশারফ হোসেন জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুঠাইল বাজারে নন্দু ও মোশারফ হোসেন নামে দুই চাল ব্যবসায়ীর গুদামে অভিযান চালানো হয়। এ সময় তাদের তিনটি গুদাম থেকে ৫০ কেজি ওজনের ৩৮৮ বস্তায় মোট ১৯ হাজার ৪০০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত রোববার দুপুরে জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন ও মোশারফ হোসেনের গুদাম থেকে ৯৮ বস্তা (চার হাজার ৮৫০ কেজি) চাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। গুদাম মালিক মোয়াজ্জেম হোসেন জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং অপর গুদাম মালিক মোশারফ হোসেন একই কমিটির সদস্য।

https://www.dailynayadiganta.com/first-page/497061/