ঝালকাঠি সদর হাসপাতালের নিচতলার বিভিন্ন ওয়ার্ড রোগীশূণ্য সমকাল
৪ এপ্রিল ২০২০, শনিবার, ১:০২

লোকালয়

চিকিৎসকশূন্য ঝালকাঠি সদর হাসপাতাল

ঝালকাঠিতে এখন পর্যন্ত করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর যন্ত্রপাতি নেই। আদৌ পাওয়া যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। এদিকে করোনা সংক্রমণ আতঙ্কে রোগীশূন্য হয়ে পড়েছে ১০০ শয্যার ঝালকাঠি সদর হাসপাতাল। রোগী না থাকা ও নিরাপত্তার অভাবে চিকিৎসকরাও আসছেন না হাসপাতালে।

গত বুধবার সকালে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগে কোনো রোগী নেই। সেখানকার চিকিৎসকদের কক্ষ তালাবদ্ধ। বন্ধ রয়েছে টিকিট কাউন্টার। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ৪০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসত। এখন করোনাভীতিতে পুরোটাই রোগীশূন্য। তাই হাসপাতাল ভবনে বিরাজ করছে নীরবতা। নিচতলায় জরুরি বিভাগে মাঝে-মধ্যে কাটাছেঁড়া কিছু রোগী আসছে, যাদের ব্যান্ডেজ ও সেলাই করে বিদায় দেওয়া হচ্ছে। জরুরি বিভাগে দায়িত্বরত হাসপাতালের সিস্টার-ব্রাদারদের সেলাই ও ব্যান্ডেজের কাজ করতে দেখা যায়। দ্বিতীয় তলার ওয়ার্ডগুলো ফাঁকা পড়ে আছে। কর্তব্যরত নার্সকে সেখানে অলস সময় পার করতে দেখা গেছে। এক নার্স জানান, রোগী না থাকায় এককথায় আমরা আসবাবপত্র পাহারা দিচ্ছি। হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার আবুয়াল হাসান আসেন দুপুর ১২টার দিকে।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, ঝালকাঠিতে শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন আটজন। ঝালকাঠির সার্বিক পরিস্থিতি ভালো হলেও এখন পর্যন্ত করোনার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর যন্ত্রপাতি পাওয়া যায়নি। এ যন্ত্রপাতি পেতে ঢাকায় লোক পাঠানো হয়েছে। পাওয়া-না পাওয়া অনিশ্চিত। সিভিল সার্জন জানান, এ মুহূর্তে হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই। বহির্বিভাগ সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকে। সেখানে চিকিৎসক নির্দিষ্ট সময় চিকিৎসা দিচ্ছেন।

https://www.samakal.com/todays-print-edition/tp-lokaloy/article/200434938/