৩ এপ্রিল ২০২০, শুক্রবার, ১:৩৪

ভারতসহ ৩ দেশ থেকে ফেরাতে আলোচনা চলছে

৩২৭ জাপানির ঢাকা ত্যাগ রাতেই ফিরছে ফেরি ফ্লাইট

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের পর এবার ৩২৭ জন জাপানি নাগরিক ঢাকা ছেড়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইটে (ভাড়া করা বোয়িং-৭৭৭-৩০০ ইআর) তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ ঢাকার হজরত শাহজালাল রহ: আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ফিরতি ‘ফেরি’ ফ্লাইটটি গতকাল বৃহস্পতিবার মধ্যরাতেই ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

বিমানের বলাকা ভবন সূত্রে জানা গেছে, বিমানের চিফ অব টেকনিক্যাল এবং চিফ অব ক্রু শিডিউলিং ক্যাপ্টেন মাহাতাবের নেতৃত্বে জাপানগামী ওই ফ্লাইটে পাইলট হিসেবে আরো ছিলেন ক্যাপ্টেন মাকসুদ, ক্যাপ্টেন এস (শাহাদাত) হোসেন এবং ফার্স্ট অফিসার বশির।

চাটার্ড ফ্লাইট দিয়ে বিমানের প্রায় চার লাখ ডলারের বেশি আয় হয়েছে জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বিমান কর্তৃপক্ষের সাথে আরো তিনটি দেশে আটকেপড়াদের ফিরিয়ে আনার জন্য চাটার্ড ফ্লাইটের বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে একটি দেশ হচ্ছে আফ্রিকা। এ ছাড়া চীনের গুয়াংজু ও ভারতের চেন্নাইয়ের নাম রয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোকাব্বির হোসেনের কাছে এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকারের সাথে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, ৩২৭ জন জাপানি নাগরিক নিয়ে সকাল সোয়া ১০টায় বিমানের চার্টার্ড ফ্লাইটটি ছেড়ে গেছে। সেটি আবার বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় ঢাকায় ফিরবে বলে জানান তিনি। বিমানের সাথে আরো তিনটি দেশে আটকেপড়াদের ফেরাতে চার্টার্ড ফ্লাইটের বিষয়ে কোনো আলোচনা ধরনের চলছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিনটি কি না সে ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। তবে আমি যতটুকু জানি, ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে গিয়ে কিছু বাংলাদেশী সেখানে আটকে পড়েছেন। তাদের বিষয়ে বিমানের সাথে আলোচনা হয়েছিল। এখন সেটি আছে কি না তা বলতে পারব না।

উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপান দূতাবাসের সরবরাহ করা তথ্যমতে, জাপানি নাগরিকদের বেশির ভাগই দেশটির অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধিন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেলসহ বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের বিশেষজ্ঞ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। তারা প্রত্যেকেই ছুটি চেয়েছেন, যা জাপান সরকার অনুমোদন করেছে এবং তাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে উড়োজাহাজ ভাড়া করা হয়েছে। এর আগে গত সোমবার বিশেষ ফ্লাইটে কূটনীতিকসহ ২৬৯ মার্কিন নাগরিক দেশে ফিরে যান।

https://www.dailynayadiganta.com/first-page/493083/