২৮ মার্চ ২০২০, শনিবার, ১২:২৮

ভয়াবহ হুমকিতে গোটা মানবজাতি

ভয়ঙ্কর করোনায় বিপর্যস্ত পৃথিবী

২০০ দেশে ছড়িয়ে পড়েছে করোনা; মৃতের সংখ্যা প্রায় ২৫ হাজার; আক্রান্তের সাড়ে ৫ লাখ ছাড়াল; আক্রান্তের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র

ভয়াবহ করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো পৃথিবী। থামছে না মৃত্যুর মিছিল। ভাইরাসটি ২০০ দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে পাঁচ লাখ ৫১ হাজার ২৮ জন; কেবল গত বৃহস্পতিবারই ৬০ হাজারের বেশি মানুষের মধ্যে করোনা সংক্রমিত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ হাজারের বেশি মানুষের। তিন লাখ ৮৩ হাজার ৭৯১ জন চিকিৎসাধীন এবং ২১ হাজারের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক লাখ ২৮ হাজার ৭০৩ জন মানুষ। এমতাবস্থায় করোনাভাইরাসকে গোটা মানবজাতির জন্য হুমকি হিসেবে দেখছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গোটা মানবজাতিকেই এর মোকাবেলা করতে হবে বলে তিনি জানান। বিবিসি, এএফপি, দ্য মিরর ও জেরুসালেম পোস্ট।

প্রতি দু’দিনে এক লাখ আক্রান্ত হচ্ছে : নভেল করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর তা লাখ ছাড়াতে সময় লেগেছিল ৬৭ দিন। রোগীর সংখ্যা এক লাখ থেকে দুই লাখে যেতে সময় লেগেছে ১১ দিন। এরপর চার দিনেই রোগীর সংখ্যা দুই লাখ থেকে তিন লাখে পৌঁছে যাওয়া নিয়েই উদ্বেগ দেখা দিয়েছিল। এখন চার দিনে রোগীর সংখ্যা চার লাখের গণ্ডি ছাড়িয়ে পাঁচ লাখও ছাড়িয়ে গেছে। অর্থাৎ এখন প্রতি দু’দিনে এক লাখ আক্রান্ত হচ্ছে।

আক্রান্তের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র : নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে ইতোমধ্যে ভাইরাসটির উৎপত্তিস্থল চীন এবং প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল ইতালিকেও পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন ‘করোনাভাইরাস পজেটিভ’ রোগীর সংখ্যা ৮৫ হাজার ৭৫৫ জন; যা বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি। তবে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৭৬২ জন, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩০৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৬৮ জন। আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেলেও যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা এখনো চীন, ইতালি, স্পেন, ইরান ও ফ্রান্সের চেয়ে কম।

ব্রিটেনে ২৪ ঘণ্টায় ১৩৩ জনের মৃত্যু : ব্রিটেনে প্রতি ১৩ মিনিটে মারা যাচ্ছে একজন করোনা রোগী। ২৬ মার্চ ব্রিটিশ সরকার জানায়, বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৩৩ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ২৫ মার্চ ২৪ ঘণ্টায় ১১৫ জনের মৃত্যু হয়। দেশটির সরকারি ওয়েবসাইটে বলা হয়, দেশটিতে মৃতের সংখ্যা করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৮ জন। গত বুধবার এ সংখ্যা ছিল ৪৬৩। ব্রিটেনে এ পর্যন্ত মোট ১১ হাজার ৬৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে এক দিনেই দুই হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ভাইরাসটি লন্ডনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় রাষ্ট্র পরিচালিত জাতীয় স্বাস্থ্য সংস্থা (এনএইচএস) বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে জানিয়েছে, রাজধানীর হাসপাতালগুলো কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ও মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়া রোগীতে ভরে গেছে। হাসপাতালগুলোতে যেভাবে স্রোতের মতো রোগীরা আসছে সেই তুলনায় হাসপাতালগুলোতে শয্যার সংখ্যা একবারেই কম। দেশটিতে এনএইচএস হাসপাতালগুলোর চার হাজার ৩০০ বিছানার সবগুলোই এখন করোনা রোগীতে ভরা। আর সেখানকার ডাক্তার, নার্স ও অন্যান্য মেডিক্যাল কর্মী দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে।

আক্রান্তের সংখ্যায় ২য় চীন : জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৮২ জন, মোট মৃতের সংখ্যা তিন হাজার ২৯২ জন; গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে মাত্র পাঁচজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৪ হাজার ৫৮৮ জন। নানা কঠোর পদক্ষেপ এবং জনজীবনে বিধিনিষেধ জারি করে চীন আড়াই মাসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে। কিন্তু এর মধ্যেই প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বাকি বিশ্বে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে বর্তমানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে চীনের বাইরে করোনার প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ১১ মার্চ পৃথিবীব্যাপী মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ফ্রান্সে ২৪ ঘণ্টায় ৩৬৫ জনের মৃত্যু : করোনাভাইরাসে ফ্রান্সেও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ফ্রান্সে রেকর্ড ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ১৫৫ জন। এর মধ্যে মোট এক হাজার ৬৯৬ জনের মৃত্যু হয়েছে।

ভারতে করোনা আক্রান্ত বেড়ে ৮৪৩, মৃত ২০ : ভারতে এক দিনে ১১৯ জন করোনাভাইরাসে আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৭। তাদের ৪৭ জন বিদেশী। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২০ জনের। তবে দেশের রোগীদের মধ্যে ৪২ জন সেরেও উঠেছেন। এ পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন, তাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে বিদেশীদের সংশ্লিষ্টতা রয়েছে। হয় তারা সম্প্রতি বিদেশ থেকে ঘুরে এসেছেন, বা বিদেশ থেকে আসা কোনো মানুষের সংস্পর্শে এসেছেন। সংক্রমণ রুখতে সামাজিক মেলামেশা বন্ধ করার বিষয়টি বিবেচনা করেই ভারতে ২১ দিনের লকডাউন জারি করা হয়েছে।

ইতালিতে ২৪ ঘণ্টায় ৭১২ জনের মৃত্যু : ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইতালিতে ৭১২ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত হয়েছে ছয় হাজার ১৫৩ জন। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর মিছিলে ইতালি এখন শীর্ষ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৮০ হাজার ৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে আট হাজার ২১৫ জনের মৃত্যু হয়েছে এবং চিকিৎসাধীন থাকা ৬২ হাজার ১৩ জনের মধ্যে তিন হাজার ৬১২ জনের অবস্থা আশঙ্কজনক। সুস্থ হয়েছে ১০ হাজার ৩৬১ জন।

স্পেনে ২৪ ঘণ্টায় ৭১৮ জনের মৃত্যু : ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে স্পেনে রেকর্ড ৭১৮ জনের মৃত্যু হয়েছে। স্পেনে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৫৯ জন। এর মধ্যে ৯ হাজার ৩৫৭ জন সুস্থ হয়েছেন এবং চার হাজার ৮৫৮ জন মারা গেছেন। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ৪৯ হাজার ৮৪৪ জনের মধ্যে ৪ হাজার ১৬৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইরানে এক দিনে ১৫৭ জনের মৃত্যু : ইরানে করোনায় আক্রান্ত দুই হাজার ৩৭৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। করোনায় আক্রান্ত ১০ হাজার ৪৫৭ ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে গত বৃহস্পতিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণসংযোগবিষয়ক প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর। ২৪ ঘণ্টায় ইরানে করোনা আক্রান্ত হয়ে ১৫৭ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩২ হাজার ৩৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনা প্রতিরোধে অভিযানের অংশ হিসেবে সারা ইরানে এ পর্যন্ত পাঁচ কোটিরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

জার্মানিতে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা : জার্মানিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৪৭ হাজার ৩৭৩। অপরদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮৫ জন। দেশটির সংক্রমণ রোগ বিষয়ক সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউট এ তথ্য নিশ্চিত করেছে। করোনায় আক্রান্ত ২৩ জনের অবস্থা আশঙ্কাজনক। অপর দিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৬৭৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যায় পঞ্চম অবস্থানে রয়েছে জার্মানি।

ইসরাইলে আক্রান্ত ৩০৩৫ : প্রাণঘাতী করোনাভাইরাসে ইসরাইলে তিন হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দশজন। আক্রান্তদের মধ্যে ৪৯ জনের অবস্থা সঙ্কটপূর্ণ। বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট দুই হাজার ৬৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ইসরাইলের পার্লামেন্ট নেসেটের করোনাভাইরাস বিষয়ক কমিটির সংসদের প্রথম বৈঠকে বৃহস্পতিবার নেসেটের রিসার্চ অ্যান্ট ইনফরমেশন সেন্টারের সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল মোশে বার সিমান বলেন, ‘আমরা এমন এক পরিস্থিতিতে রয়েছি যেখানে প্রতি তিন দিনে রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হচ্ছে।’

দেশে দেশে করোনায় আক্রান্ত বাড়ছে : বাংলাদেশ সময় শুক্রবার (২৭ মার্চ) ভোর ৬টার পর থেকে রাত ৮টা পর্যন্ত সারাবিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৮২২ জন। মারা গেছে ৯৭৬ জন।

https://www.dailynayadiganta.com/first-page/491588/