মুন্সীগঞ্জে ৪ কোটি ৮০ লক্ষ ৬৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
৯ মার্চ ২০২০, সোমবার, ১১:৫২

মুন্সীগঞ্জে ৪ কোটি ৮০ লক্ষ ৬৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৪ কোটি ৮০ লক্ষ ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার দিনভর সদর উপজেলার গোসাইবাগ এলাকার ৮ টি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

ঢাকা নৌ পুলিশের ডিআইজি মো: আতিকুল ইসলাম জানান, অভিযানে মোট ৪ কোটি ৮০ লক্ষ ৬৫ হাজার মিটার কারেন্ট জাল, সুতার ববিন ৭০ হাজার ৫’শ ও লোহার ৪ টি রোলার জব্দ করা হয়। এর মধ্যে ৭৫ লক্ষ ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল নিয়মিত মামলা রুজু করার জন্য জব্দ তালিকায় রাখা হয়। অভিযান শেষে ধলেশ^রী নদীর তীরে বাকী ৪ কোটি ৫৩ লক্ষ ৯ হাজার মিটার কারেন্ট জাল, সুতার ববিন ও রোলার পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব মামলামালের আনুমানিক মূল্য ১৪৪ কোটি ৯২ লক্ষ টাকা।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র এএসপি আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, নৌ পুলিশের ইন্সপেক্টর মো. কবীর হোসেন খান, মুক্তাপুর নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ শাহ নেওয়াজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

https://www.dailynayadiganta.com/dhaka/486770