৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১১:৫৫

সামরিক সহযোগিতা বাড়াতে চায় ভারত

আসছেন পররাষ্ট্র সচিব

বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা, বাণিজ্য ও জনগণের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে চায় ভারত। এ লক্ষ্যকে সামনে রেখে ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রীংলা ঢাকা আসছেন। আগামী মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রস্তুতি নিয়ে এ সময় আলাপ হবে।

গতকাল দিল্লিতে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ ইমরানের সাথে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব এসব কথা জানান। শ্রীংলা বলেন, নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ককে ভারত খুবই গুরুত্ব দেয়। দুই দেশের বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ঢাকায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরো সুসংহত করতে শ্রীংলার ভ‚মিকার প্রশংসা করেন মুহাম্মদ ইমরান। এ ক্ষেত্রে তিনি ভিসা প্রক্রিয়া সহজীকরণের কথা তুলে ধরেন, যা দুই প্রতিবেশী দেশের মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

হর্ষ বর্ষন শ্রীংলা ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ভারতীয় পররাষ্ট্র দফতরে বাংলাদেশ-মিয়ানমার আঞ্চলিক অনুবিভাগের প্রধান ছিলেন। বৈঠকে দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার রকিবুল হক উপস্থিত ছিলেন।

http://www.dailynayadiganta.com/first-page/478791/