২০ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ১১:৫৩

বিভিন্ন স্থানে ঝরে গেল ১৮ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চালক-হেলপার, মোটরসাইকেল আরোহী, মেধাবী ছাত্র ও মহিলা রয়েছেন।

সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, জেলার সলঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক- হেলপার নিহত হয়েছেন। এতে আহত হন আরও অন্তত ১০ জন। গতকাল ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানা হরিণচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

নিহতরা হলেনÑ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের ট্রাকচালক রাজু আহমেদ (২৮) ও একই উপজেলার কুন্দারহাট গ্রামের খোকন আলীর ছেলে হেলপার হামজালা রনি (২২)। হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক সাদিকুল ইসলাম জানান, ভোরে হরিণচড়া এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহন ও রাজশাহীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

দূর্ঘটনার পর এই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

বাসস জানায়, জেলার চুনারুঘাটে গতকাল সকালে সিএনজি অটোরিকশা চাপায় কালাচান দাশ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

এ দিকে হবিগঞ্জ বানিয়াচং আঞ্চলিক সড়কের রতœা এলাকায় সিএনজি ও মাইক্রোবাসের দুর্ঘটনায় আব্দুল মান্নান মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সে বানিয়াচংয়ের প্রথম রেখ মহল্লার আব্দুল হকের ছেলে। এ সময় আহত হন আরো তিনজন। গত বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএনবি জানায়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শসার বাজার গোয়াতলা এলাকায় গতকাল সকালে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ইটবোঝাই ট্রলির মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিন ব্যক্তি নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মালবোঝাই ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ইটবোঝাই ট্রলির মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত ট্রাক, অটোরিকশা ও ট্রলিটি জব্দ করা হয়েছে।

মিরসরাই সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ও চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। গত বুধবার রাত দুইটায় উপজেলার মিঠাছড়া বাজারে ইউটার্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভোলা জেলার দৌলতখান উপজেলার মো: মাহফুজ আলম (২২) ও ঢাকার ডেমরা এলাকার মো: শাহীন (৩০)। মাহফুজ কাভার্ড ভ্যানটির চালক ও শাহীন সহকারী (হেলপার) ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো: সোহেল সরকার বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। নিহত ব্যক্তিদের একজনের লাশ পরিবারের লোকজন নিয়ে গেছেন। অন্যজনের পরিবারকে খবর দেয়া হয়েছে।

মাগুরা সংবাদদাতা জানান, মাগুরার মহম্মদপুর ও রামনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং তিনজন মারাত্মক আহত হয়েছেন।

গত বুধবার রাতে মাগুরার মহম্মদপুর সদরের শেখ হাসিনা সেতুর সংযোগ সড়কে ট্রলি এবং মোটরসাইকেলের মধ্যে দুর্ঘটনায় ইয়াসিন মোল্যা (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। মারাত্মক আহত হন তার বোন রাশিদা বেগম (২৩)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইয়াসিন ও রাশিদা উপজেলার মৌশা এলাকার মুজিবুর মোল্যার ছেলে ও মেয়ে।

অন্য দিকে বিকেলে ঝিনাইদহ-মাগুরা সড়কের হাটগোপালপুর পাওয়ার হাউজের সামনে মোটরসাইকেল-পাওয়ার টিলার দুর্ঘটনায় মো: মুন্না শেখ (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর দুই আরোহী আহত হন।

মাগুরা সদর থানার এসআই কিয়াস উদ্দিন জানান, বুধবার বিকেলে ঝিনাইদহ-মাগুরা সড়কে এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো: মুন্না শেখ (১৬), সাগর (২২) ও সুমন (১৫) গুরুতর আহত হয়। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনার পথে মো: মুন্না শেখ মারা যান। এর মধ্যে গুরুতর আহত সুমনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মো: মুন্না ঝিনাইদহের পুটিয়া গ্রামের মো: ইউনুস শেখের ছেলে।

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী একজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। গতকাল বিকেলে মহাসড়কের চাকুন্দিয়া আয়েজেরবাড়ি মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী পিকআপ (খুলনা-হ-১১-১৭৫৯) এর সাথে খুলনাগামী দু’টি মোটরসাইকেলের (খুলনা-হ-১২-৬৬৮২) ও (রেজিস্ট্রেশনকৃত নম্বরবিহীন) সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় মোটরসাইকেল দু’টি মহাসড়কের ওপর ছিটকে দুমড়েমুচড়ে যায় এবং পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে আহত দুই মোটরসাইকেলের চালকসহ তিনজন আরোহীকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতদের খুমেকের জরুরি বিভাগে নেয়ার পর একজন মৃত্যুবরণ করেন। অপর দুইজন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আলী হোসেন (৩৫) খুলনার রূপসা এলাকার বাসিন্দা।

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা জানান, নরসিংদীর শিবপুরে বিআরটিসির যাত্রীবাহী বাসচাপায় আয়েশা বেগম (৬৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। নিহত আয়েশা বেগম শিবপুর উপজেলার তেলিকান্দা গ্রামের মৃত সামসু উদ্দিনের স্ত্রী। গতকাল সকালে ঢাকা-মনোহরদী সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের ছেলে মোহাম্মদ আলী জানান, মা সকাল বেলায় মেয়ের বাড়িতে বংশিরদিয়া যাওয়ার পথে বিআরটিসি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, বিআরটিসি বাসটি আটক করা হয়েছে।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা জানান, সোনাগাজী-ফেনী সড়কের সাতবাড়িয়া ব্র্যাক অফিসসংলগ্ন সড়কে গতকাল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী আনোয়ার হোসেন রুবেল (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আমতলী (বরগুনা) সংবাদদাতা জানান, বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী জসিম (৩২) নিহত হয়েছেন।

ফরিদপুর সংবাদদাতা জানান, জেলার বোয়ালমারীতে ইটভাটার মাটি টানা ট্রলির নিচে চাপা পড়ে এক মেধাবী কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল বিকেলে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাবুর বাজার এলাকায় বোয়ালমারী-ময়েনদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম শাহ আমীন মীনা (১৮)। তিনি রাজাপুর গ্রামের দিনমজুর সাত্তার মীনার ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে আমীন মীনা ছোট। আমীন স্থানীয় শাহ জাফর টেকনিক্যাল কলেজে বিএম শাখার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, সিংড়ার ভ্যানচালক আব্দুল হাকিম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত হাকিম সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের ছোট হিয়াতপুর গ্রামের মৃত হজরত আলী ফকিরের ছেলে।

তাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য জাকারিয়া হোসেন জানান, আব্দুল হাকিম ও তার স্ত্রী রহিমা বেগম একটি অটো ভ্যান ভাড়া করে তাদের একমাত্র নাতিকে নিয়ে সিংড়া থেকে জামতলী তেরোবাড়িয়া গ্রামে (বড় ভাই আমজাদ হোসেনের বাড়িতে) বেড়াতে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে একটি দ্রুতগামী ট্রাক আব্দুল হাকিমের দেহকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত হয় নাতি আলিফ হোসেন (৭)। স্থানীয়রা আহত আলিফ হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

টাঙ্গাইল সংবাদদাতা জানান, জেলার কালিহাতীতে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের হাতিয়ায় গতকাল বিকেলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম রওশন জামাল বাবু (২৪)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার মালিয়াডাঙ্গা গ্রামের খালেকুজ্জামানের ছেলে।

ঝিনাইদহ সংবাদদাতা জানান, ঝিনাইদহে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে রুবেল আহমেদকে (২২) বাসের নিচ থেকে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় জিবিত উদ্ধার করেন। তার বাড়ি কোটচাঁদপুর।

রাজবাড়ীতে নিহত ৫ জনেরই পরিচয় পাওয়া গেছে

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা জানান, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্র্ষে নিহত পাঁচজনেরই পরিচয় পাওয়া গেছে।

নিহতরা হলেন- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা এলাকার জামান শেখের ছেলে মিজান শেখ। কুষ্টিয়া জেলার খোকসা আজল এলাকার সাইদ আলীর ছেলে রফিকুল ইসলাম। ফরিদপুর জেলার ইশান গোপালপুর এলাকার আয়ুব আলীর ছেলে মিন্টু। কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকার আছির মণ্ডলের ছেলে ফরমান মণ্ডল। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতন দিয়া ইউনিয়নের মহনপুর এলাকার ওয়াজেদ আলী মণ্ডলের ছেলে মনিরুল ইসলাম মণ্ডল।

http://www.dailynayadiganta.com/last-page/465497