৩০ নভেম্বর ২০১৯, শনিবার, ১০:৪৫

রাজবাড়ীতে বাম্পার ফলন

রাত জেগে কৃষকদের পেঁয়াজ ক্ষেত পাহারা

পেঁয়াজের দাম আকাশচুম্বী হওয়ায় রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় রাত জেগে কৃষকরা আগাম মুড়িকাটা পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন। এ মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন ও দাম বেশি হওয়ায় কৃষকরা লাভের আশা করছেন। তাদের মুখে হাসি ফুটেছে।

বালিয়াকান্দি উপজেলার কৃষক নাজিম বলেন, দেড় মাস আগে ১৫৪ শতাংশ জমিতে আগাম মুড়িকাটা পেঁয়াজের বীজ রোপণ করেছিলাম। পেঁয়াজ এখন তোলার উপযোগী হয়ে উঠছে। এ সপ্তাহের মধ্যে পেঁয়াজ তুলে বিক্রি করতে পারব বলে আশা করছি। তিনি আরও বলেন, বর্তমানে পেঁয়াজের বাজার ভালো। তাই চুরি হওয়ার ভয়ে রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা দিতে হচ্ছে। বালিয়াকান্দির বিভিন্ন ইউনিয়নে অনেক জমিতে আগাম মুড়িকাটা পেঁয়াজ চাষ করা হয়েছে।

রাজবাড়ীর ধুলদী জয়পুর গ্রামের কৃষক মো. আবুল হোসেন জানান, এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে ৫০ হাজার টাকা খরচ হয়। গত বছর বৃষ্টিতে পেঁয়াজ পচে যাওয়ায় অনেক ক্ষতি হয়েছে। তবে এবার পেঁয়াজের ফলন ভালো হয়েছে এবং দাম বেশি। তাই গতবারের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে তিনি আশা করেন। সদর উপজেলার উড়াকান্দা গ্রামের কৃষক জলিল মণ্ডল জানান, এবার ভালো জাতের পেঁয়াজ লাগিয়েছি। আশা করছি আগামী সাত দিনের মধ্যে এ পেঁয়াজ বাজারে তুলতে পারব।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন যুগান্তরকে জানান, দুটি ভালো জাতের মধ্যে কৃষকরা এবার কিং জাতের পেঁয়াজ চাষ করে বেশি লাভবান হচ্ছেন। তিনি জানান, রাজবাড়ী জেলায় প্রতি বছর পেঁয়াজের বাম্পার ফলন হয়। জানা গেছে, বেলে ও দোঁআশ মাটির উঁচু জমিতে আগাম মুড়িকাটা পেঁয়াজের ফলন ভালো হয়। বর্ষা মৌসুমে এ পেঁয়াজের বীজ রোপণ করতে হয়। দেড় থেকে দুই মাসের মধ্যেই এ পেঁয়াজ তোলার উপযোগী হয়। রাজবাড়ীর মাটি পেঁয়াজ চাষের উপযোগী। দেশে পেঁয়াজের মোট চাহিদার একটা বড় অংশ রাজবাড়ী থেকে জোগান দেয়া হয়।

https://www.jugantor.com/todays-paper/news/249781