১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ১২:০৯

মেরিন ড্রাইভ সড়কের হিমছড়িতে পাহাড় ধসে সড়ক বন্ধ

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়িতে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। মাটি চাপায় আহত হয়েছে ১০ জন। আজ ১০ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে সাংবাদিক আহমদ গিয়াস জানাচ্ছেন, আজ বিকেল ৪.১৫ টার দিকে অতি বৃষ্টির কারণে এই ধ্বসের ঘটনা ঘটে। মাটি চাপায় ১০ জন আহত হয়েছে । তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তাৎক্ষণিক খবর পেয়ে উদ্ধার উদ্ধার কার্য চালাচ্ছেন ১৬ ইসিবির প্রকৌশল বিভাগের কর্মীরা। বর্তমানে মেরিন ড্রাইভ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। উভয় পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহ।

এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনসমূহকে আরাকান সড়ক তথা শহীদ জাফর আলম সড়ক দিয়ে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

https://www.dailyinqilab.com/article/233179/