২০১৫ সালের সরকার ঘোষিত মজুরি কমিশন বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা ও বকেয়া প্রদানসহ ৯ দফা দাবিতে খুলনা আলিম জুট মিলের সামনে সড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের অবরোধ কর্মসূচি পালন -সংগ্রাম
৯ মে ২০১৯, বৃহস্পতিবার, ১০:১০

রাজপথ ও রেলপথ অবরোধ বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে পাটকল শ্রমিকরা। এর অংশ হিসেবে গতকাল বুধবার রাজধানীর ডেমরায় সড়ক অবরোধ করেছে পাটকল শ্রমিকরা। বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন স্থানে হাজার হাজার পাটকল শ্রমিক বিক্ষোভ করেছে এবং কাজ করা থেকে বিরত থেকেছে, রাজপথ ও রেলপথ অবরোধ করেছে।

একই সঙ্গে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের উৎপাদন বন্ধ রয়েছে। পাটকল শ্রমিক নেতারা অভিযোগ করেছেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দফতর গত ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করা হয় নাই। শ্রমিক নেতারা বুধবারও তাদের ধর্মঘট এবং অবরোধ অব্যাহত রেখেছেন।

বকেয়া বেতন পরিশোধসহ নয় দফা দাবিতে যাত্রাবাড়ীতে গতকাল সড়ক অবরোধ করেন পাটকল শ্রমিকরা। এদিন সকাল থেকে কয়েকশ শ্রমিক ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়ক অবরোধ করে রাখেন। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। লতিফ বাওয়ানী জুট মিল ও করিম মিলের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন ও মজুরি কমিশনসহ নয় দফা দাবিতে এর আগেও তারা দফায় দফায় কর্মসূচি পালন করেছেন। কিন্তু বারবার আশ্বাস দিলেও শ্রমিকদের দাবির বিষয়টি আমলে নেয়া হয়নি। শ্রমিকরা জানান, ১০ সপ্তাহের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল গত ২৫ এপ্রিল। আর মজুরি কমিশনের বিষয়টি ১৮ মের মধ্যে সুরাহা করার কথা। তার কোনোটাই এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। ১৮ মের মধ্যে যদি কর্তৃপক্ষ মজুরি কমিশনের বিষয়টি সমাধান না করে, তাহলে অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলনে নামবেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

খুলনায় রাজপথ-রেলপথ অবরোধ: বকেয়া মজুরি পরিশোধসহ নয় দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা গতকাল রাজপথ-রেলপথ অবরোধ করেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন বিকাল ৪টা থেকে নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে ৩ ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এর আগে নিজ নিজ মিল গেট থেকে থালা-বাসন হাতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। খালিশপুর বিআইডিসি রোড হয়ে নতুন রাস্তার মোড়ে এসে শেষ হয় মিছিলটি।
মিল সূত্র জানায়, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকদের ৮-১১ সপ্তাহের মজুরি ও কর্মকর্তা-কর্মচারীদের চার মাসের বেতন বকেয়া আছে। সব মিলিয়ে বকেয়ার পরিমাণ ৬৫-৭০ কোটি টাকা। বকেয়া মজুরি না পাওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধসহ আন্দোলন কর্মসূচি পালন করছেন।

শ্রমিকরা জানান, পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি ও বেতন পরিশোধ, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকর, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধ, চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহালসহ নয় দফা দাবিতে শ্রমিকরা ৫ মে থেকে নয়টি পাটকলে উৎপাদন বন্ধ করে কর্মবিরতি পালন করছেন।

প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমীন বলেন, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমসি) সঙ্গে বৈঠকের পর গত তিন সপ্তাহে মাত্র একটি মজুরি পেয়েছেন শ্রমিকরা। আগের বকেয়া মজুরি তো দেয়ইনি, বরং চলতি সপ্তাহের মজুরিও পাওয়া যায়নি।

http://www.dailysangram.com/post/374870