২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

শহীদ জসীম উদ্দিনের কন্যাকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ

ধর্ষণের সাথে জড়িত দুর্বত্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

পটুয়াখালী জেলার দুমকিতে জুলাই বিপ্লবের শহীদ জসীম উদ্দিনের কন্যা গত ১৮ মার্চ সন্ধ্যায় পিতার কবর জিয়ারত করে ফেরার পথে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে দুর্বৃত্তদের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২০ মার্চ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন:-

“পটুয়াখালী জেলার দুমকিতে জুলাই বিপ্লবের শহীদ জসীম উদ্দিনের কন্যা গত ১৮ মার্চ সন্ধ্যায় পিতার কবর জিয়ারত করে ফেরার পথে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে দুর্বৃত্তদের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একজন বীর শহীদের কন্যাকে তুলে নিয়ে গিয়ে দুর্বৃত্তদের সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় আমরা মর্মাহত ও হতবাক। আমরা বর্তমানে কোন দেশে বাস করছি! এটি কি কোনো সভ্য মুসলিম দেশ! একজন বীর শহীদের কন্যাকে দুর্র্বৃত্তরা সংঘবদ্ধভাবে তুলে নিয়ে ধর্ষণ করবে তা কী করে হতে পারে? এ ধরনের পাশবিক ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। আর যেন কোনো ধর্ষণের খবর জাতিকে শুনতে না হয় সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সরকারের জন্য জরুরি হয়ে পড়েছে।

বীর শহীদ জসীম উদ্দিনের কন্যাকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের সাথে জড়িত দুর্বত্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।”