আমীরে জামায়াত

2024-08-21

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবার এবং আহতদের দেখতে চট্টগ্রামে যান আমীরে জামায়াত

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাতে হাত রেখে আমরা ইনসাফের বাংলাদেশ গড়বো: ডা. শফিকুর রহমান

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আন্দোলনে চট্টগ্রামে শহীদ ফয়সাল আহমেদ শান্ত ও শহীদ ওমর ফারুক এর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি আজ ২১ আগস্ট বুধবার চট্টগ্রামের ইপিজেড এলাকায় শহীদ ফয়সাল আহমেদ শান্ত এবং লালখানবাজারস্থ চাঁনমারি রোডের টাংকির পাহাড়ে শহীদ ওমর ফারুক এর বাসায় যান। তিনি শহীদের পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের সমবেদনা জানান।

সাক্ষাত শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে আমীরে জামায়াত বলেন, “আপনাদের ছেলেরা একেকজন দ্বীনদার, সৎ, মেধাবী ও চরিত্রবান ছিলেন। আল্লাহ তায়ালা জীবন দেয়া-নেয়ার মালিক। এখানে চিরস্থায়ী থাকার সুযোগ নেই। তারা যে কাজে শহীদ হয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন।

চট্টগ্রামবাসীর প্রতি আল্লাহ রহম করুন। আসমান থেকে বরকতের দরজা খুলে দিন। জুলুম থেকে বাংলাদেশকে চির জীবনের জন্য মুক্ত করুন। মেহেরবানী করে আল্লাহর দ্বীনকে এ জমিনে কায়েম করে দিন। প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। যারা জীবন দিয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন। আল্লাহ শহীদদের পরিবার পরিজন ও আমাদেরকে সুস্থতা দান করুন। বাংলাদেশের জমিনে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা হাতে হাত মিলিয়ে ইনসাফের বাংলাদেশ গড়বো, ইনশাআল্লাহ।”

এদিকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সকাল ৯:৩০ টায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান। তিনি তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁদের সুস্থতার জন্য দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।

হাসপাতাল পরিদর্শন শেষে আমীরে জামায়াত প্রেস বিফিং-এ বলেন, “অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে একটা পরিবর্তন হয়েছে। যারা নিহত হয়েছে তাদের শাহাদাত আল্লাহ কবুল করুন, আর যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত সুস্থ করে দিন। এখানে আহতদের মধ্যে যাদেরকে দেখেছি তাদের প্রত্যেকের মুখে আমরা হাসি দেখেছি। আন্দোলনের জন্য নিজেদের রক্ত দিতে পেরে তারা প্রত্যেকেই গর্বিত। আর হাসপাতালের পরিচালকসহ কর্তৃপক্ষকে ধন্যবাদ আহতদের ভালো সেবা দেয়ার জন্য। আমরা উনাদের কাছে আহতদের আমানত হিসেবে রেখে যাচ্ছি। অনেক ত্যাগ তিতিক্ষার পর যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে আর কখনো যেন স্বৈরাচারের প্রেতাত্মারা ফিরে না আসে। জুলুম নির্যাতনের পুনরাবৃত্তি যাতে না হয়।”

আমীরে জামায়াতের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, এফ এম ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।