আমীরে জামায়াত

2020-05-05

শ্রীলংকা জামায়াতের সাবেক আমীর সাইয়েদ মুহাম্মদ হাসারাতের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা

শ্রীলংকা জামায়াতে ইসলামীর সাবেক আমীর সাইয়েদ মুহাম্মাদ হাসারাতের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৫ মে প্রদত্ত এক শোকবাণীতে বলেন:

“সাইয়েদ মুহাম্মাদ হাসারাতের ইন্তিকালে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন অমায়িক গুণে গুণান্বিত একজন সহজ-সরল মনের মানুষ। তিনি তার নিজ দেশ শ্রীলংকায় ইসলামী আন্দোলনের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন।

তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে গভীর পান্ডিত্য অর্জন করেন। তার অক্লান্ত পরিশ্রমে সাধারণ একটি বই বিক্রির স্টেশনারী দোকান শ্রীলংকার একটি মানসম্পন্ন বই-এর কোম্পানীতে পরিণত হয়। এই বুক হাউসের মাধ্যমে তিনি শ্রীলংকায় বহু নামকরা ইসলামিক স্কলার তৈরি করেন এবং যুবকদের মাঝে ইসলামী বই ব্যাপকভাবে প্রচার করতে সমর্থ হন। তারই ফলশ্রুতিতে এবং তার বিচক্ষণ দাওয়াতী কার্যক্রমে প্রায় নেতৃত্ব শূন্যে থাকা শ্রীলংকা জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত সংগঠনে পরিণত হয়। আল্লাহ তাআলা তার সকল দ্বীনি খেদমত কবুল করুন ও তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন।

আমি সাইয়েদ মুহাম্মাদ হাসারাতের রূহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”