প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। দেশে আজ গণতন্ত্র নেই, জনগণের কথা বলার অধিকার নেই। সরকার তার সামগ্রিক ব্যর্থতায় দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে।
২৬ আগস্ট শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী (ভার্চুয়ালি আয়োজিত) ইউনিয়ন সভাপতি, পৌরসভা/ওয়ার্ড সভাপতিদের এক শিক্ষাশিবিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের এ ক্রান্তিকালে ভয়ভীতির তোয়াক্কা না করে ইকামতে দীনের কাজকে সামনে এগিয়ে নিতে হবে। তিনি আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধীদলের আটককৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবী করেন।
শরিয়তপুর জেলা আমীরের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও ফরিদপুর অঞ্চল পরিচালক এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়াযযম হোসাইন হেলাল। আরও বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের টীম সদস্য শামসুল ইসলাম আল-বরাটী। উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের টীম সদস্য মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ।