আমীরে জামায়াত

2023-06-03

কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মানুষের অধিকার প্রতিষ্ঠা করা একটি অন্যতম ইবাদত

-অধ্যাপক মুজিবুর রহমান

মানুষের অধিকার প্রতিষ্ঠা করা একটি অন্যতম ইবাদত। দেশের মানুষ আজ সব ধরনের অধিকার হতে বঞ্চিত। তাই মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরো বলেন, অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য জামায়াতে ইসলামী সংগ্রাম করে যাচ্ছে। সেই অধিকার আদায়ের আন্দোলনে জামায়াতের কর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

৩ জুন শনিবার জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত এবং জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দীন জোয়ার্দারের পরিচালনায় অনুষ্ঠিত জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন।

বিশেষ অতিথি জনাব মোবারক হোসাইন বলেন, ১৯৭৯ সালের মে মাসে মাত্র এক হাজার কর্মী নিয়ে এক সম্মেলনের মাধ্যমে যে সংগঠনের যাত্রা শুরু, তা আজ অনেক দূর অগ্রসর হয়েছে। তবে আমাদের আরো অনেক পথ পারি দিতে হবে। জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আমাদের সেই পথ মসৃণ করতে হবে এবং কাক্সিক্ষত সফলতা অর্জন করতে হবে।

বিশেষ অতিথি খন্দকার একেএম আলী মহসিন বলেন, আমরা যদি সঠিকভাবে কাজ করি, তাহলে এই আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠা লাভ করবে, ইনশাআল্লাহ।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন ও শাহজাহান আলী মোল্লা, জেলা নায়েবে আমীর আবদুল গফুর, সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন ও খাইরুল ইসলাম রবিন এবং উপজেলা আমীরগণ।