আমীরে জামায়াত

2023-06-02

জয়পুরহাট জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কোনো অবস্থাতেই জালিমের কাছে মাথা নত করা যাবে না

-অধ্যাপক মুজিবুর রহমান

আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে অনেক বাধা-বিপত্তি আসতে পারে। তবুও সেসব মোকাবিলা করে আন্দোলন চালিয়ে যেতে হবে। এর কোনো বিকল্প নেই। কোনো অবস্থাতেই জালিমের কাছে মাথা নত করা যাবে না।

২ জুন শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন।

জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুর রহমান সাঈদ-এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়ার সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, এ্যাডঃ মামুনুর রশীদ, পেশাজীবী ও যুব বিভাগের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর, ছাত্র শিবিরের জেলা সভাপতি আসাদুল ইসলাম আসাদসহ অন্যান্যরা।

অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, আমাদের জান ও মালের কোরবানি দিয়ে দ্বীন কায়েমের রাস্তায় টিকে থাকতে হবে। দ্বীন বিজয়ের জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াতি কাজ ও অর্থ ব্যয় করতে হবে। ইকামাতে দ্বীনের অংশ হিসেবে সমাজের সকল মানুষের পাশে সাধ্যানুযায়ী দাঁড়াতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, কর্মীদের আত্মগঠন ও মানোন্নয়নে অধিকতর যত্নবান হতে হবে। ইসলামী আন্দোলনের জন্য নিজেদের প্রস্তুত করার কোনো বিকল্প নেই। সরকার আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, ইসলামী আন্দোলন করার অধিকারসহ সকল নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। এই অবস্থায় আমাদের বসে থাকা চলবে না।

সভাপতির বক্তব্যে জেলা আমীর ফজলুর রহমান বলেন, দুনিয়াতে সকল মানবরচিত মতবাদ বিলুপ্ত করে আল্লাহর আইন চালু করার জন্য কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামীর কর্মীদের ইসলামী জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলবে। সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগ করবে। আজকের এই কর্মী সম্মেলন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের কর্মীদের ময়দানে কাজের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করি।