আমীরে জামায়াত

2023-05-27

দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কেয়ারটেকার সরকারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে

-অধ্যাপক মুজিবুর রহমান

জালেম সরকার জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। ভোট ও ভাতের অধিকার নেই। গত ১৫ বছরে আওয়ামীলীগ সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডে দেশবাসী বিস্মিত। দিনের ভোট রাতে করায় বিশ্ববাসীও হতবাক। দেশের মানুষ এ সরকারের বিদায়ের প্রহর গুনছে। অতএব খুন ও গুমের এ সরকারকে যত দ্রুত হটানো যাবে, জাতি তত দ্রুত রেহাই পাবে। জামায়াতের ফর্মুলা অনুযায়ী কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সুবিধাবাদী ও কর্তৃত্ববাদী সরকারকে আন্দোলনের মাধ্যমে হটাতে হবে। জেল জুলুমের ভয় না করে দল-মত-নির্বিশেষে দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে রাজপথে সোচ্চার ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, কারাগারে আটক আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল শীর্ষ নেতৃবৃন্দ এবং আলিম-উলামা ও সকল বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

২৭ মে, শনিবার, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান মেহমানের আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন।

জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত রুকন শিক্ষাশিবিরে বিশেষ মেহমান হিসেবে আলোচনা রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, দিনাজপুরের সাবেক জেলা আমীর আফতাব উদ্দিন মোল্লা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক প্রমুখ।