আমীরে জামায়াত

2023-05-28

কুড়িগ্রাম জেলা শাখা জামায়াতের রুকন (সদস্য) শিক্ষাশিবির অনুষ্ঠিত

কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী সরকারকে হটাতে হবে

-অধ্যাপক মুজিবুর রহমান

বর্তমান আওয়ামী সরকার তার ১৫ বছরের শাসনামলে দেশ থেকে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার ও আইনের শাসনকে বিদায় করে দিয়েছে। সরকার মানুষের ন্যায্য ভোটাধিকার হরণ করেছে। সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের কারণেই বাংলাদেশের মর্যাদা ও সম্মান বিনষ্ট হচ্ছে। দেশের ভাবমর্যাদা বিনষ্টকারী সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে ।

২৭ মে শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত রুকন (সদস্য) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন।

কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলালসহ প্রমুখ।

অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, সরকার জামায়াতের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে জেলখানায় আটক রাখা হয়েছে। জামায়াত একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াত নিয়মতান্ত্রিক পন্থায় সরকারের পরিবর্তন চায়। সরকার বেআইনী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের অধিকার হরণ করছে, শিক্ষা প্রতিষ্ঠান দখল করছে, হাসপাতাল দখল করছে, দিনের ভোট রাতে দিচ্ছে। আমি অবিলম্বে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।