আমীরে জামায়াত

2023-05-23

নেত্রকোনা জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

দেশ সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না

-অধ্যাপক মুজিবুর রহমান

দেশ সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না। দেশে মানবাধিকার, কথা বলার অধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার বলতে কিছু নেই। বর্তমান জালেম সরকার আমীরে জামায়াত ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে বিনা কারণে জেলে বন্দি করে রেখেছে। নেতৃবৃন্দ উচ্চ আদালত থেকে জামিন লাভ করা সত্ত্বেও তাদেরকে জামিন দেয়া হচ্ছে না। সংবিধান স্বীকৃতি জামিন পাওয়ার অধিকারটুকুও বর্তমান জালেম সরকার কেড়ে নিয়েছে। আমি আমীরে জামায়াত, আলেম-উলামা এবং সকল বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

২৩ মে মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত রুকন সম্মেলনে জেলা আমীর মাওলানা এনামুল হক-এর সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী এবং দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী।

তিনি আরো বলেন, পবিত্র কুরআন মাজিদে ঘোষণা করা হয়েছে ‘ইনিল হুকমু ইল্লা লিল্লাহ।’ অর্থাৎ হুকুম দেয়ার মালিক একমাত্র আল্লাহর। দুনিয়ার সব কিছু একমাত্র আল্লাহর আইনে চলবে। ঈমানের ঘোষণার অর্থই হচ্ছে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন না মানা। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমাদের সকলকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, বর্তমান বিনা ভোটের সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও, দেশের কোথাও গণতন্ত্রের ছিটে ফোটাও নেই। তারা বিরোধী রাজনৈতিক দলকে মিটিং-মিছিল, সভা-সমাবেশ এমনকি ঘরোয়া বৈঠক পর্যন্ত করতে দিচ্ছে না। বর্তমান সরকার দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা খুব জোরেশোরে বলার চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ তাদের এ কথা বিশ্বাস করে না। দেশের জনগণ ভাল করেই জানে, আওয়ামী চরিত্রের প্রধান বৈশিষ্ট্যই হল তারা বলে একটা, করে তার উল্টোটা।

তিনি বলেন, বর্তমান সরকারের শাসনামলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতির ফলে সৃষ্ট জনদুর্ভোগ এক ভয়াবহ রূপ লাভ করেছে। চাল, ডাল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শাকসব্জি, তেলসহ নিত্যপন্যের মূল্য কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই অনুপাতে মানুষের আয় বাড়েনি। বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।