আমীরে জামায়াত

2023-05-14

রাঙ্গামাটি জেলার সদস্য সম্মেলন অনুষ্ঠিত

রাসূল (সা.) নির্দেশিত পথে জীবন পরিচালনা করাই জামায়াতের রুকনদের কাজ

-অধ্যাপক মুজিবুর রহমান

আল্লাহর বিধান অনুযায়ী রাসূল (সা.) নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন। পবিত্র কুরআন মাজিদে বর্ণিত এবং রাসূল সা. নির্দেশিত পথে জীবন পরিচালনা করাই জামায়াতের রুকনদের কাজ। পবিত্র কুরআন সহিহভাবে ও বুঝে বুঝে অধ্যয়ন করতে হবে এবং সেই আলোকে নিজেদেরকে সংশোধন করতে হবে। জনগণের মাঝে কুরআনের সঠিক দাওয়াত পৌঁছে দিতে হবে। কুরআনুল কারীমে বর্ণিত বিষয়সমূহের প্রতি মযবুত ঈমান আনতে হবে। জানমাল দিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে সোপর্দ করতে হবে।

১৩ মে জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে জেলা আমীর জনাব মুহাম্মাদ আবদুল আলীমের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বার্ষিক সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রীয় সংস্কারে বিশ্বাসী। রাসূল (সা.) এর দেখানো পদ্ধতি ও বুদ্ধিমত্তা তথা হিক্বমাহ অনুযায়ী সমাজকে পরিবর্তন করতে হবে। জালিমের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করাকে আল্লাহ তাআলা উত্তম জিহাদ হিসেবে উল্লেখ করেছেন। তাই আমাদেরকে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে ময়দানে কাজ করে যেতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক উপাধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরী আমীর জনাব মুহাম্মাদ শাহজাহান, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জনাব জাফর সাদেক ও কক্সবাজার জেলা আমীর মাওলানা নূর আহমাদ আনোয়ারী প্রমুখ।