আমীরে জামায়াত

2023-05-08

মুহাম্মদ সেলিম উদ্দিনকে দুটি পুরনো মামলায় গ্রেফতার ও রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিনকে দুটি পুরনো মামলায় গ্রেফতার ও রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৮ মে এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিনকে গত ৭ এপ্রিল রাজধানীর বসুন্ধরায় ‘মাহে রমাদানের তাৎপর্য ও যাকাত’ শীর্ষক এক আলোচনা সভা থেকে গ্রেফতার করা হয়। তখন তাকে দুটি মামলায় দুদফায় ৮ দিন রিমান্ড দেয়া হয়। এখন আবারো তাকে শাহবাগ ও খিলক্ষেত থানার দুটি পুরনো মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। যা সম্পূর্ণ অন্যায়, অমানবিক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জনাব মোঃ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন শীর্ষ পর্যায়ের নেতা এবং তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। তাকে যেভাবে আদালতে নিয়ে আসা হয়েছে তা তার সম্মান ও মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয়। অতীতে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এ ধরনের অসম্মানজনক আচরণ করা হয়নি। শুধু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ ও হয়রানি করার জন্যই জনাব মোঃ সেলিম উদ্দিনের সাথে এ ধরনের অসম্মানজনক আচরণ করা হয়েছে।

অবিলম্বে জনাব মোঃ সেলিম উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও রিমান্ড বাতিল করে তাকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”