আমীরে জামায়াত

2023-05-06

নোয়াখালী জেলা জামায়াতের ইউনিট সভাপতি শিক্ষাশিবির অনুষ্ঠিত

সরকার অন্যায়ভাবে দেশ শাসন করছে, জামায়াত জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করছে

-অধ্যাপক মুজিবুর রহমান

সরকার অন্যায়ভাবে দেশ শাসন করছে। রাজনৈতিক নেতৃবৃন্দকে আদালত জামিন দিলেও সরকার জেল গেইট থেকে পুনরায় গ্রেফতার করে কারাগারে আটক করে রাখছে। এতে বোঝা যায় সরকার আদালতের নির্দেশের প্রতি সম্মান প্রদর্শন করছে না। বিরোধী মতের রাজনৈতিক নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ড নিয়ে যুলুম-নির্যাতন চালাচ্ছে। রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুম ও হত্যা করা হচ্ছে।

৬ মে নোয়াখালী জেলা জামায়াতের ইউনিট সভাপতি শিক্ষাশিবিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান মেহমানের বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ভারপ্রাপ্ত আমীরে জামায়াত অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে জামায়াতের তৃণমূল নেতৃত্বকে দৃঢ় কদমে মাঠে সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে। জামায়াতে ইসলামী মানুষের অধিকার আদায়ে কাজ করছে। দেশে কুরআনের শাসন ব্যবস্থা চালু হলে সকল জুলুমের অবসান হবে, ইনশাআল্লাহ।

তিনি ইউনিট সভাপতিদের উদ্দেশে বলেন, আজ আমাদের বড় সমস্যা মুনাফিকী চরিত্র। মানুষের আচরণে কথা ও কাজের গড়মিল পরিহার করতে হবে। অসৎ নেতৃত্ব পরিহার করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আজকে গোটা জাতিকে চরিত্র সংশোধনের সিদ্ধান্ত নিতে হবে। ইসলাম কায়েম হলে মানুষের দুঃখ-দুর্দশা দূর হবে। শিশু, বৃদ্ধ, শ্রমিক সর্বোপরি সব পেশার মানুষ উপকৃত হবে। তাই এ দেশে আল্লাহর দ্বীন কায়েমের প্রয়োজনে জেল, যুলুম-নির্যাতন সইতে হবে। প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আগামী দিনে ইসলাম বিজয়ের জন্য নেতৃবৃন্দকে প্রস্তুতি নিতে হবে।

নোয়াখালী জেলা জামায়াতের আমীর জনাব মোঃ ইসহাক খন্দকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন ফারুক এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য জনাব কাজী নজরুল ইসলাম খাদেম, জেলা আমীর মোঃ ইসহাক খন্দকার ও জেলা নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আমরা যদি কুরআনের সমাজ বাস্তবায়ন করতে না পারি তাহলে সমাজে মাদকতা, ইভটিজিং, সুদ, ঘুষ, দুর্নীতি বৃদ্ধি পাবে। ইসলামী সরকার বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলে রাষ্ট্র সংশোধন হবে। তাই সৎ লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় যেতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কাজী নজরুল ইসলাম খাদেম বলেন, ঈমানী দৃঢ়তা নিয়ে সাংগঠনিক মজবুতি অর্জনে নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে।