বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান-সহ জামায়াতের গ্রেফতারকৃত সকল শীর্ষ নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও রাজনৈতিক দলের কর্মীদের কারাগারে আটকে রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তাদের নিঃশর্ত মুক্তি দেয়ার আহবান জানিয়ে নিম্নোক্ত প্রস্তাব গৃহীত হয়:-
বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, বাংলাদেশে আজ গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের সাংবিধানিক অধিকার বলতে কোনো কিছুই নেই। মানুষের কথা বলার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। ধারাবাহিকভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর চলছে জুলুম-নির্যাতন, নিষ্পেষণ ও গণগ্রেফতার। সর্বত্রই একদলীয় বাকশালী স্বৈরশাসনের কর্তৃত্ব চলছে।
সরকার জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তারই ধারাবাহিকতায় গত ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়। তাঁকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করা হয়। তাঁর মত একজন পরিচ্ছন্ন ইমেজের ও মানবদরদি মানুষের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দীর্ঘ ১৩ বছর যাবৎ, সহকারী সেক্রেটারী জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামকে ১২ বছর যাবৎ, সাবেক এমপি আব্দুল খালেক মন্ডলকে ৭ বছর যাবৎ. নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে প্রায় ১৮ মাস যাবৎ কারাগারে আটক রাখা হয়েছে। এছাড়াও সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রায় সহস্রাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। সরকার দেশের আলেম-ওলামা ও ইসলামী ব্যক্তিদের হয়রানি করছে।
জামায়াতের জেলা ও মহানগরী সম্মেলন অবিলম্বে আমীরে জামায়াত-সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মী ও আলেমদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছে।