আমীরে জামায়াত

2020-01-25

মাওলানা আব্দুস সোবহানকে মুক্তি দিয়ে চিকিৎসার সুযোগ দেয়ার এবং তার জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহবান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা মুহাম্মাদ আব্দুস সোবহানকে মুক্তি দিয়ে পারিবারিক তত্ত্বাবধানে চিকিৎসার সুযোগ দেয়ার এবং তার জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ২৫ জানুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা মুহাম্মাদ আব্দুস সোবহান গতকাল ২৪ জানুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি ঠিক মত কথা বলতে পারছেন না। শ্বাসকষ্ট জনিত কারণে তিনি দারুন কষ্ট পাচ্ছেন। তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য পারিবারিক তত্ত্বাবধানে প্রাইভেট হাসপাতালে রেখে চিকিৎসার ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

মাওলানা মুহাম্মাদ আব্দুস সোবহান ৫ বারের নির্বাচিত এমপি। দেশ ও জাতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গণতন্ত্র, আইনের শাসন, শিক্ষা, সমাজ ও এলাকার উন্নয়নে তিনি বিরাট অবদান রেখেছেন। জনগণের খেদমতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। বর্তমানে তার বয়স ৯৩ বছর। এ বয়সের একজন মানুষের পারিবারিক সান্নিধ্যে থাকার কথা। অথচ আজ কারাগারের বন্দী জীবনে তিনি চিকিৎসার যথাযথ সুযোগটুকুও পাচ্ছেন না। এ পরিস্থিতিতে দেশ ও জাতির প্রতি তার অবদানের কথা স্মরণ করে মাওলানা আব্দুস মুহাম্মাদ সোবহানকে দ্রুত মুক্তি দিয়ে পারিবারিক তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসার সুযোগ করে দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

আমি মাওলানা মুহাম্মাদ আব্দুস সোবহানের মুক্তি ও আরোগ্যের উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করার জন্য জামায়াতের সকল জনশক্তি ও দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।”