আমীরে জামায়াত

2022-09-24

ফরিদপুর অঞ্চলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত

মানুষের কল্যাণে কাজ করতে হবে, তাঁদের বিপদ ও কষ্টে পাশে দাঁড়াতে হবে

-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব ডাঃ মোঃ শফিকুর রহমান বলেছেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। দুনিয়ার মানুষের বিপদ-মুসিবতে পাশে দাঁড়াতে হবে। সেই সাথে পরকালে জাহান্নামের আগুন থেকে তাদের বাঁচানোর জন্য সৎ কাজের আদেশ করতে হবে ও অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। তাহলেই মানবতার কল্যাণ সাধিত হবে। আমরা সর্বোত্তম উম্মার মর্যাদা লাভে সক্ষম হব। তিনি জামায়াতের সকল জনশক্তিকে এ দায়িত্ব পালনের আহ্বান জানান।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফরিদপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

আমীরে জামায়াত আরোও বলেন, পুঁজিবাদ, সমাজতন্ত্র, কমিউনিউজিমসহ সকল মানব রচিত মতবাদ আজ পৃথিবীতে সুখ-শান্তি দিতে ব্যর্থ হয়েছে। পৃথিবীর সুখ-শান্তি, নিরাপত্তার একমাত্র গ্যারান্টি ইসলাম। ইসলামী আন্দোলনের পথে যত বিপদ মুসিবত আসুক সর্বাবস্থায় দ্বীন বিজয়ের সংগ্রামে অবিচল ও অটল থাকতে হবে। যুগে-যুগে নবী-রাসূলসহ ইসলামী নেত্ববৃন্দের উপর জুলুম-নির্যাতন এসেছে। এ পথে তাঁরা ধৈর্য্য ও সাহসিকতার সাথে কাজ করেছেন। মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি নবীদের (আ:) সুন্নত। নবীদের অবর্তমানে মুসলিম উম্মাহর উপর এ দায়িত্ব অর্পিত হয়েছে। আজকের জাহেলি সমাজকে পরিবর্তন করতে প্রতিটি মানুষের কাছে ইসলামের পুর্নাঙ্গ দাওয়াত পৌঁছাতে হবে। এ জন্য ঘরে ঘরে যেতে হবে।

আমীরে জামায়াত বলেন, দ্বীনের পথে, নেকির কাজে পরস্পর প্রতিযোগিতা করতে হবে। তাই আমাদেরকে যার যার এলাকায় সাংগঠনিক কাজ সম্প্রসারণ ও মজবুতি অর্জনে জানমাল বাজি রেখে প্রতিযোগিতার মন নিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সৎ ও দক্ষ নেতৃত্বই বর্তমান সমাজে পরিবর্তন আনতে পারে। তাই নেত্ববৃন্দের শাহাদাৎ এর তামান্নাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে নিজেদেরকে উজ্জীবিত করে মহান আল্লাহর জমিনে তাঁর দ্বীন বিজয়ের কাজ করে যেতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও ফরিদপুর অঞ্চল পরিচালক জনাব এ এইচ এম হামিদুর রহমান আযাদ এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জনাব মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের টিম সদস্য জনাব শামসুল ইসলাম আল বরাটী ও প্রফেসর আব্দুত তাওয়াব। এছাড়া আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আমীর জনাব মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, রাজবাড়ী জেলা আমীর জনাব এ্যাডভোকেট নুরুল ইসলাম, মাদারীপুর জেলা আমীর জনাম মাওলানা আব্দুস সোবহান খান, গোপালগঞ্জ জেলা আমীর জনাব এ্যাডভোকেট আজমল হোসাইন ও শরীয়তপুর জেলা আমীর জনাব মাওলানা খলিলুর রহমান।