আমীরে জামায়াত

2022-08-26

ফরিদপুর অঞ্চল জামায়াতের উপজেলা দায়িত্বশীল সম্মেলনে আমীরে জামায়াত

মানুষের বিপদাপদে ও আর্ত-মানবতার সেবায় কাজ করে যেতে হবে

-ডা. শফিকুর রহমান

মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষের বিপদ ও কষ্টে পাশে দাঁড়াতে হবে। সেই সাথে পরকালে জাহান্নামের আগুন থেকে তাদের বাঁচানোর জন্য সৎকাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। তাহলে মানবতার কল্যাণ সাধিত হবে এবং আমরা সর্বোত্তম উম্মার মর্যাদা লাভে সক্ষম হব, ইনশাআল্লাহ। জামায়াতের সকল জনশক্তিকে এ কাজ যথাযথভাবে আঞ্জাম দিতে হবে।

শুক্রবার (২৬ আগষ্ট) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের উদ্যোগে স্থানীয় মিলনায়তনে উপজেলা দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, “ইসলামী আন্দোলনের পথে যত বিপদ মুসিবত আসুক সর্বাবস্থায় দ্বীনের বিজয়-সংগ্রামে অবিচল থাকতে হবে। নবী-রাসূলদের উপর জুলুম নির্যাতন এসেছে। এ পথে তারা ধৈর্য ও সাহসিকতার সাথে কাজ করছেন। মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে হবে। নবীদের অবর্তমানে মুসলিম উম্মাহর উপর এ দায়িত্ব অর্পিত হয়েছে। আজকের জাহেলি সমাজকে পরিবর্তন করতে প্রতিটি মানুষের কাছে ইসলামের পুর্ণাঙ্গ দাওয়াত দিতে হবে। এ জন্য ঘরে ঘরে যেতে হবে।

আমীরে জামায়াত বলেন, নেকির কাজে পরস্পর প্রতিযোগিতা করতে হবে। তাই দায়িত্বশীলদেরকে যার যার এলাকায় সাংগঠনিক কাজ সম্প্রসারণ ও মজবুতি অর্জনে জান-মাল বাজি রেখে প্রতিযোগিতার মনোভাব নিয়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও এ কাজে এগিদয়ে আসতে হবে। সমাজের অর্ধেক নারী সমাজ। তাঁদেরকে বাদ দিয়ে ইসলামের বিজয় সম্ভব নয়। এজন্য আদর্শ পরিবার গঠন ও সমাজ গঠনে মহিলাদের সংগঠনে অন্তর্ভূক্ত করে তাদেরকে আদর্শ নারী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ছাত্রসমাজ অতীতের সংগ্রাম আন্দোলন ও সমাজ পরিবর্তনে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। বর্তমান জাহেলি সমাজ পরিবর্তন করে ইসলামী সমাজ বিনির্মাণে ছাত্রদের মাঝে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে এবং ছাত্র সংগঠন মজবুত করতে হবে। ছাত্ররাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিবে। তাই জাতির ভবিষ্যত নেতৃত্বকে আদর্শ, নৈতিকতা ও সততার আলোকে তৈরি করতে হবে। সৎ ও দক্ষ নেতৃত্বই বর্তমান সমাজকে পরিবর্তন করবে এবং সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে নিয়ামক ভূমিকা পালন করবে। আমাদেরকে ছাত্রদের অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব আমাদের নিকট আমানত। প্রত্যেক দায়িত্বশীলকে পেরেশানির সাথে ময়দানে দাবি পূরণ করে সময়, শ্রম ও মেধা দিয়ে দায়িত্বের হক আদায় করতে হবে।।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চলের পরিচালক জনাব এ এইচ এম হামিদুর রহমান আযাদের ভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জনাব মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে ফরিদপুর অঞ্চলের টিম সদস্যবৃন্দ ও জেলা আমীরগণ উপস্থিত ছিলেন।