আমীরে জামায়াত

2022-08-15

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার ভেঙে ৫ জন ও চকবাজারে পলিথিন কারখানার অগ্নিকাণ্ডে ৬ জনসহ মোট ১১ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার ভেঙে ৫ জন ও রাজধানীর চকবাজারে পলিথিন কারখানার অগ্নিকাণ্ডে আরো ৬ জনসহ মোট ১১ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৫ আগস্ট এক শোকবাণী প্রদান করেছেনঃ-

শোকবাণীতে তিনি বলেন, “১৫ আগস্ট সোমবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের একটি গার্ডার ভেঙে প্রাইভেট কারের উপর পড়ে। এতে প্রাইভেট কারে থাকা ৭ জনের মধ্যে ৫ জন নিহত ও অপর ২ জন গুরুতরভাবে আহত হয়েছেন। অপরদিকে আজ দুপুর ১২টায় রাজধানীর চকবাজারে পলিথিন কারখানার অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হয়েছেন। আমি এই উভয় ঘটনায় গভীরভাবে শোকাহত। ভয়াবহ দুটি দুর্ঘটনায় মানুষের জানমালের যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট দোয়া করছি এই সব স্বজনহারা পরিবার-পরিজন যেন শীঘ্রই তাদের এ বিরাট শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন।

শোকবাণীতে তিনি আরো বলেন, নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য আমি মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামীন নিহতদের মা-বাবা ও আত্মীয়-স্বজনকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সাথে আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”